News71.com
 International
 10 Mar 18, 05:59 AM
 116           
 0
 10 Mar 18, 05:59 AM

আফগানিস্তানের অর্থনৈতিক উন্নতির জন্য সদা সচেষ্ট ভারত।। মার্কিন যুক্তরাষ্ট্র

আফগানিস্তানের অর্থনৈতিক উন্নতির জন্য সদা সচেষ্ট ভারত।। মার্কিন যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্কঃ আফগানিস্তানের অর্থনৈতিক উন্নতির জন্য সদা সচেষ্ট ভারত৷আফগানিস্তানে যাতে আর্থিক উন্নতি হয়, তার দায়িত্ব অনেকটাই ভারত নিজের কাঁধে তুলে নিয়েছে৷জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র৷যুক্তরাষ্ট্র দক্ষিণ ও মধ্য এশিয়ার কূটনীতিবিদ অ্যালিস ওয়েলস জানিয়েছেন, গত বেশ কয়েক বছর ধরে ভারতের কাজকর্ম পর্যবেক্ষণ করছেন তাঁরা৷আফগানিস্তানে অর্থনৈতিক উন্নতি ও সেই দেশের পরিকাঠামোর উন্নয়নের জন্য ভারত দায়িত্বজ্ঞান সম্পন্ন দেশের মতো এগিয়ে গিয়েছে৷এমাসের গোড়ার দিকে আফগানিস্তানের রাজধানী কাবুলে একটি বৈঠকে যোগ দিতে গিয়েছিলেন অ্যালিস৷ তার পাশাপাশি ভারত-যুক্তরাষ্ট্র-আফগানিস্তান ত্রিপাক্ষিক বৈঠকেও অংশ নেন৷ এটি পাকিস্তানের কাছে যথেষ্ট চিন্তার কারণ ছিল৷ ত্রিপাক্ষিক বৈঠকে অ্যালিস বলেন, বাণিজ্য ও বিনিয়োগে উন্নতির জন্য তিনটি দেশকে মিলিতভাবে কাজ করতে হবে৷ কিন্তু তার মানে এই নয় যে আফগানিস্তানকে নিজেদের দিকে টানার জন্য কোনওভাবে ম্যানুপুলেট করা হয়েছে৷পাকিস্তানের বিরুদ্ধে আফগানিস্তানকে উসকে দেওয়া হয়েছে, এমন ভাবনারও কোনও কারণ নেই৷যুক্তরাষ্ট্র শান্তিতে বিশ্বাস করে৷আফগানিস্তানে শান্তি পরিস্থিতি তৈরি করতে পাকিস্তান কার্যকরী ভূমিকা নেয়৷তালিবানের বিরুদ্ধে পদক্ষেপ নিতে পাকিস্তান সাহায্য করবে বলেও মনে করেন অ্যালিস৷এর জন্য যুক্তরাষ্ট্র ক্রমাগত পাকিস্তানের সঙ্গে যোগাযোগ রাখছে বলে জানান তিনি৷

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন