আন্তর্জাতিক ডেস্কঃ ভূমিকম্পে কেঁপে উঠল ভারতের ভূস্বর্গ কাশ্মীর৷রিখটার স্কেলে এর মাত্রা ৪.৫৷আজ শনিবার সকালে রাজ্যে এই ভূমিকম্প অনুভূত হয়৷এখনও পর্যন্ত কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি৷ভূমিকম্পের ফলে কোনও প্রাণহানি হয়নি৷ক্ষয়ক্ষতিও বিশেষ কিছু হয়নি৷জম্মু ও কাশ্মীরের বিভিন্ন শহর থেকে এই খবর পাওয়া গিয়েছে৷জায়গায় জায়গায় মানুষজন প্রাণ বাঁচাতে ঘর থেকে বেরিয়ে এসেছে৷ ভূ-পৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার নিচে এই ভূমিকম্পের কেন্দ্র৷কম্পন শুরু হওয়ার মুহূর্তের মধ্যে রাজ্যের বিভিন্ন স্থান থেকে তা অনুভূত হয়৷এই ভূমিকম্প খুব একটা বড় কিছু নয়৷এতে অতিরিক্ত আফটার শক বা ক্ষয়ক্ষতি, কোনওটাই হবে না বলে জানা গিয়েছে৷