আন্তর্জাতিক ডেস্কঃ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই প্রথমবারের মতো আগামী মাসে ল্যাটিন আমেরিকা সফরে যাচ্ছেন। তিনি পেরু ও কলম্বিয়া সফর করবেন।ডোনাল্ড ট্রাম্প আগামী ১৩ ও ১৪ এপ্রিল লিমায় আমেরিকা সম্মেলনে যোগ দিতে পেরু সফর করবেন।সম্মেলনে পশ্চিম গোলার্ধের দেশের নেতারা অংশ নিবেন।হোয়াইট হাউসের এক কর্মকর্তা বলেন, সেখান থেকে তিনি কলম্বিয়া সফরে যাবেন।এ সম্মেলনে ট্রাম্প অংশ গ্রহণ নাও করতে পারেন বলে যে কানাঘুষা শুরু হয়েছে এ ঘোষণার মধ্যদিয়ে তার অবসান ঘটলো।