আন্তর্জাতিক ডেস্কঃ ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন চারদিনের এক রাষ্ট্রীয় সফরে গতকাল শুক্রবার রাতে ভারতে পৌঁছেছেন। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়,ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও প্রেসিডেন্ট ম্যাক্রনের মধ্যে আজ শনিবার দ্বিপাক্ষিক আলোচনা অনুষ্ঠানের কথা রয়েছে। এ আলোচনার পর দু’দেশের মধ্যে কয়েকটি চুক্তি স্বাক্ষর করা হবে বলে আশা করা হচ্ছে। এর আগে মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়,প্রেসিডেন্ট ম্যাক্রনের ভারত সফরের উদ্দেশ্য হচ্ছে দ্বিপাক্ষিক অর্থনৈতিক,রাজনৈতিক এবং কৌশলগত বিভিন্ন ক্ষেত্রে আমাদের কার্যক্রম জোরদার করা। মোদী ও প্রেসিডেন্ট ম্যাক্রন আগামীকাল রবিবার আন্তর্জাতিক সৌর জোটের (আইএসএ) প্রতিষ্ঠাবার্ষিকী সম্মেলনে যৌথভাবে সভাপতির দায়িত্ব পালন করবেন। ভারতে উদ্যোগে ২০১৫ সালে প্যারিস জলবায়ু সম্মেলনের ফাঁকে এ দু’দেশ এটি প্রতিষ্ঠা করে।