News71.com
 International
 10 Mar 18, 12:25 PM
 115           
 0
 10 Mar 18, 12:25 PM

আরব দেশগুলোর মতভিন্নতার কারণেই আমেরিকা এত সাহস পেয়েছে।।ফিলিস্তিনি পররাষ্ট্রমন্ত্রী

আরব দেশগুলোর মতভিন্নতার কারণেই আমেরিকা এত সাহস পেয়েছে।।ফিলিস্তিনি পররাষ্ট্রমন্ত্রী

 

আন্তর্জাতিক ডেস্কঃ আরব দেশগুলোর নিষ্ক্রিয়তা ও মতভিন্নতার কারণে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পবিত্র বায়তুল মুকাদ্দাসকে ইহুদিবাদী ইসরাইলের রাজধানী স্বীকৃতি দিতে উৎসাহিত হয়েছেন বলে জানিয়েছেন ফিলিস্তিনি স্বশাসন কর্তৃপক্ষের পররাষ্ট্রমন্ত্রী রিয়াদ আল-মালিকি।আরবদের ব্যাপক সমালোচনা করে তিনি বলেন, আরবদের ব্যর্থতার কারণে গুয়েতেমালার মতো ছোট একটি দেশও তাদের দূতাবাস তেল আবিব থেকে সরিয়ে বায়তুল মুকাদ্দাসে নেওয়ার ঘোষণা দিতে সাহস পেয়েছে।আজ শুত্রবার গণমাধ্যমকে এসব কথা বলেছেন রিয়াদ মালিকি।শুধু আরব দেশগুলোর কারণে আজ ছোট দেশও সাহস পায় জানিয়ে তিনি বলেন, তেল আবিব থেকে দূতাবাস সরিয়ে বায়তুল মুকাদ্দাসে নেয়ার বিষয়ে গুয়েতেমালার পররাষ্ট্রমন্ত্রী মিসেস সান্দ্রা জোভেল যে সিদ্ধান্ত নিয়েছেন তিনি তা পরিবর্তন করবেন না।

 

ফিলিস্তিনি পররাষ্ট্রমন্ত্রী বলেন,আরব দেশগুলো কোনোমতেই তার দেশের ওপর চাপ সৃষ্টি করতে পারবে না। আরব দেশগুলো বহু বছর ধরে যেসব সিদ্ধান্ত নিয়েছে তা বাস্তবায়ন করতে না পারার ব্যর্থতা সম্পর্কে গুয়েতেমালার মতো দেশও ওয়াকিবহাল।গুয়েতেমালার প্রেসিডেন্ট জিমি মোরালেস সম্প্রতি ঘোষণা করেছেন যে, তার দেশ আগামী মে মাসে তেল আবিব থেকে দূতাবাস সরিয়ে বায়তুল মুকাদ্দাসে নেবে। মার্কিন দূতাবাস বায়তুল মুকাদ্দাসে নেওয়ার দুদিন পর তারা এ সিদ্ধান্ত বাস্তবায়ন করবে।গত সোমবার ওয়াশিংটনে অনুষ্ঠিত আমেরিকান-ইসরাইল পাবলিক অ্যাফেয়ার্স কমিটি বা আইপ্যাকের সম্মেলনে মোরালেস বলেছেন, দূতাবাস সরানোর এই সিদ্ধান্তের মাধ্যমে এটাই প্রমাণিত হয় যে, তার দেশ ইসরাইলের প্রতি অব্যাহত সমর্থন দিয়ে যাচ্ছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন