News71.com
 International
 10 Mar 18, 12:22 PM
 110           
 0
 10 Mar 18, 12:22 PM

নির্বাচনে জেতার জন্যই ভারতীয় সমাজকে বিভাজন করা হচ্ছে।। ইউপিএ চেয়ারপার্সন সোনিয়া গান্ধী

নির্বাচনে জেতার জন্যই ভারতীয় সমাজকে বিভাজন করা হচ্ছে।। ইউপিএ চেয়ারপার্সন সোনিয়া গান্ধী

 

আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের জাতীয় কংগ্রেস দলের সাবেক সভানেত্রী ও সংযুক্ত প্রগতিশীল মোর্চা (ইউপিএ) চেয়ারপার্সন সোনিয়া গান্ধী বলেছেন, বিজেপি নেতৃত্বাধীন ভারতের জাতীয় গণতান্ত্রিক মোর্চা (এনডিএ) সরকারের আমলে মানুষের স্বাধীনতা হামলার মুখে।আজ আমরা পশ্চাদমুখী দৃষ্টিভঙ্গি নিয়ে চলছি।আজ শুক্রবার মুম্বাইয়ে আয়োজিত ‘ইন্ডিয়া টুডে কনক্লেভ ২০১৮এ বক্তব্য রাখতে গিয়ে এসব কথা বলেন সোনিয়া। দেশজুড়ে অসহিষ্ণুতা বৃদ্ধিতে বিজেপি সরকারকে তোপ দেগে সোনিয়া বলেন ‘ভয় ও হুমকি আমাদেরকে গ্রাস করেছে, বিকল্প কন্ঠরোধ করার চেষ্টা করা হচ্ছে, ধর্মীয় উত্তেজনাকে উসকানো হচ্ছে, নির্বাচন জেতার লক্ষ্যে সমাজকে মেরুকরণ করা হচ্ছে।

নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন বিজেপি সরকার তাদের সংখ্যাগরিষ্ঠতাকে ব্যবহার করে সংসদে বিরোধীদের কন্ঠরোধ করার চেষ্টা করছে অভিযোগ তুলে কংগ্রেস নেত্রী বলেন,সংসদে যদি আমাদের বলতেই না দেওয়া হয় তবে সংসদ কেন বন্ধ করে দেওয়া হচ্ছে না। তবে আমরা বাড়িতে চলে যেতে পারতাম।আসলে এই বিজেপি সরকার অটল বিহারী বাজপেয়ী সরকারের মতো নয়, বর্তমান সরকার সংসদীয় রীতিনীতিকে শ্রদ্ধাই করে না।কেন্দ্রে ক্ষমতায় আসার জন্য মানুষের সাথে যোগাযোগের ধরনে আরও অগ্রগতি আনা উচিত বলে মনে করেন সোনিয়া।তিনি এদিন পরিস্কার জানান আমরা এখন কেমন করে আমাদের কর্মসূচী ও নীতিকে তুলে ধরি, আমাদের এখন সেদিকে তাকিয়ে থাকতে হবে।২০১৯ সালের লোকসভা নির্বাচনে তিনি প্রতিদ্বন্দ্বিতা করবেন কি না সেই প্রশ্নের উত্তরে সোনিয়া জানান আমার দল যে সিদ্ধান্ত নেবে আমি সেটাই মেনে চলবো। ২০০৪ সালের নির্বাচনে জিতে কংগ্রেস কেন্দ্রে ক্ষমতায় আসার পর প্রধানমন্ত্রীর পদ প্রত্যাখান প্রসঙ্গে সোনিয়া জানান আমি জানতাম মনমোহন সিং আমার থেকে ভাল প্রধানমন্ত্রী হতে পারবেন।তাছাড়া নেত্রী হিসাবে আমার নিজের সীমাবদ্ধতা সম্পর্কেও ওয়াকিবহল ছিলাম।তিনি এদিন কার্যত স্বীকার করে নেন যে জনসাধারণের কাছে বক্তব্য রাখাটা (পাবলিক স্পিকিং) আমার স্বাভাবিক আসে না, সেই কারণে আমাকে নেতার বদলে একজন পাঠক বলা হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন