News71.com
 International
 09 Mar 18, 01:14 AM
 122           
 0
 09 Mar 18, 01:14 AM

ভারতের মহারাষ্ট্রে রাসায়নিক কারখানায় অগ্নিকাণ্ড, নিহত ৩

ভারতের মহারাষ্ট্রে রাসায়নিক কারখানায় অগ্নিকাণ্ড, নিহত ৩

আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের মহারাষ্ট্রের একটি রাসায়নিক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে তিনজন নিহত ও ১৩ জন আহত হয়েছেন। এ ঘটনার পর আগুন আশপাশের একাধিক কারখানায় ছড়িয়ে পড়ে। গতকাল বৃহস্পতিবার রাত সোয়া ১১টার দিকে পালঘর শহরের ব্যক্তিমালিকানাধীন রামেদো কেমিক্যালসে বিকট শব্দে বিস্ফোরণ হয়। এরপর আগুন ছড়িয়ে পড়ে। কারখানাটিতে অগ্নিকাণ্ডে আহত তিনজনের অবস্থা আশঙ্কাজনক। কি কারণে বিস্ফোরণ হল তা এখনও নিশ্চিত করতে পারেনি পুলিশ। বিস্ফোরণের ধাক্কায় আশপাশের বাড়িঘর কেঁপে ওঠে। ১০ কিলোমিটার দূর থেকেও বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে,কারখানার ‘বয়লার কক্ষে’ বিস্ফোরণের পর অন্যান্য জায়গায় আগুন ছড়িয়ে পড়ে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন