আন্তর্জাতিক ডেস্কঃ জার্মানিতে সরকার গড়ার পথে যে বাধাগুলো ছিল তার শেষটি দূর হচ্ছে গত সোমবার।ওইদিন জোটবদ্ধ হওয়ার চুক্তিতে স্বাক্ষর করবে শরিক দলগুলো। আগামী ১৪ মার্চ বুধবার নতুন মন্ত্রিসভা শপথ নিলেই আবার সক্রিয় সরকার পাবে জার্মানি।চ্যান্সেলর এঙ্গেলা মের্কেলের নেতৃত্বে নতুন মহাজোট সরকার কার্যকাল শুরু করলেও নতুন মন্ত্রিসভায় রদবদলের ইঙ্গিত রয়েছে।মের্কেলের অনুগত ২ সদস্যও স্থান পাচ্ছেন না নতুন মন্ত্রিসভায়।বলা হচ্ছে সিডিইউ দলের মধ্যে চাপের মুখে মের্কেলকে মন্ত্রিসভায় বেশ কিছু নতুন মুখ অন্তর্ভুক্ত করতে হচ্ছে।
নতুন সরকারের জন্য বেশ কিছু চ্যালেঞ্জ অপেক্ষা করে রয়েছে, যার মধ্যে অনেকগুলো গত মহাজোট সরকারের আমলেই দানা বাঁধছিল।জার্মানির একাধিক শহরে মাত্রাতিরিক্ত বায়ুদূষণের কারণে ডিজেল গাড়ির ওপর নিষেধাজ্ঞা চাপানো হতে পারে। গাড়ি শিল্পের ক্ষতি না করে কোম্পানিগুলির অসৎ আচরণের জন্য শাস্তির দাবি বাড়ছে।তবে বিদায়ী মহাজোট সরকারের মন্ত্রিসভার সম্ভাব্য শেষ বৈঠকটিও গুরুত্বপূর্ণ। কারণ ওই বৈঠকে বিশ্বের বিভিন্ন প্রান্তে জার্মান সেনাবাহিনীর অভিযানের মেয়াদ বাড়ানোর বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে।