আন্তর্জাতিক ডেস্কঃ অবশেষে নির্বাচনে অংশ নিতে যাচ্ছেন জামাত-উদ-দাওয়া প্রধান হাফিজ সাঈদ। ইসলামাবাদ হাইকোর্ট ভোটে লড়ার অনুমতি দিল হাফিজ সাঈদের দলকে। এর আগে পাকিস্তানের নির্বাচন কমিশন হাফিজ সাঈদের দলকে ভোটে লড়াইয়ের অধিকার দিতে অস্বীকার করেছিল। গতকাল বৃহস্পতিবার ইসলামাবাদ হাইকোর্ট পাক নির্বাচন কমিশনের সেই বিধি নিষেধকে খারিজ করে দেয়। মিলি মুসলিম লিগ নামে হাফিজ সাঈদের রাজনৈতিক দল তৈরি করে রেজিস্ট্রেশন করাতে গিয়েছিল। তা খারিজ করে দেয় নির্বাচন কমিশন। এই নিয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন তিনি। গত বছর আগস্টে এই রাজনৈতিক দলটি গঠন করেছিল হাফিজ।