আন্তর্জাতিক ডেস্কঃ ইউরোপিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের স্থায়ী সদস্য হল ভারত।এই আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠানের শেয়ার হোল্ডাররা সম্মতি দেওয়ায় ভারত এই সুযোগ পেয়েছে।প্রসঙ্গত, ২০১৭ সালে ভারত ইবিআরডি’র সদস্য হওয়ার জন্য আবেদন জানিয়েছিল।এবার আনুষ্ঠানিকভাবে ভারতের সদস্য হওয়ার প্রক্রিয়া শুরু হবে।যেমন, ভারত প্রায় ১০ লক্ষ ইউরো মূল্যের শেয়ার কিনবে।ইউরোপিয়ান ব্যাংকের ভারতীয় বংশোদ্ভূত প্রেসিডেন্ট সুমা চক্রবর্তী জানিয়েছেন, ইবিআরডি এবং ভারতের মধ্যে সুসম্পর্কের ক্ষেত্রে এটা একটা দারুণ পদক্ষেপ।