News71.com
 International
 08 Mar 18, 11:33 AM
 150           
 0
 08 Mar 18, 11:33 AM

মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের বাণিজ্য যুদ্ধের পাল্টা জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে চীন।  

মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের বাণিজ্য যুদ্ধের পাল্টা জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে চীন।   

আন্তর্জাতিক ডেস্কঃ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বাণিজ্য যুদ্ধের পাল্টা জবাব দেওয়ার হুঁশিয়ারি উচ্চারণ করেছে চীন।দেশটির পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বলেছেন, ট্রাম্পের বাণিজ্য যুদ্ধের ন্যায়সঙ্গত পাল্টা জবাব দেবে চীন। তবে এ ধরনের একটি যুদ্ধে সব পক্ষই ক্ষতিগ্রস্ত হবে।আজ ৮ মার্চ বৃহস্পতিবার বেইজিংয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই এমন মন্তব্য করেন।চীনা পররাষ্ট্রমন্ত্রী বলেন, চীন ও যুক্তরাষ্ট্র পরস্পরের প্রতিদ্বন্দ্বী নয়। ইতিহাস স্বাক্ষ্য দেয় যে, বাণিজ্য যুদ্ধ সমস্যা সমাধানের কোনও সঠিক পথ নয়।বিশেষ করে আজকের এই বিশ্বায়নের যুগে বাণিজ্য যুদ্ধ বেছে নেওয়া একটি ভুল পদক্ষেপ।এটা শুধু ক্ষতিই বয়ে আনবে।ওয়াং ই বলেন,আধুনিকায়নের পথযাত্রায় চীনকে দীর্ঘ পথ পাড়ি দিতে হয়েছে। তবে এজন্য যুক্তরাষ্ট্রকে স্থানচ্যুত করতে হবে না।

এর আগে চীনা পার্লামেন্টের মুখপাত্র ঝাং ইয়েসুই বলেন, তার দেশ যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনও বাণিজ্য যুদ্ধ চায় না। সম্প্রতি টুইটারে দেওয়া এক পোস্টে যুক্তরাষ্ট্রে ইস্পাত আমদানির ওপর ২৫ শতাংশ ও অ্যালুমিনিয়াম আমদানির ওপর ১০ শতাংশ কর আরোপের পরিকল্পনার কথা জানান ট্রাম্প। এর প্রেক্ষিতেই চীনের পক্ষ থেকে এমন বক্তব্য এলো। বেইজিং বলছে, নিজেদের স্বার্থ সুরক্ষায় তারা প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের বাণিজ্য প্রতিবিধান ও তদন্ত ব্যুরোর প্রধান ওয়াং হেজুন এক বিবৃতিতে বলেছেন,ট্রাম্প প্রশাসনের ওই সিদ্ধান্ত বহুপাক্ষিক বাণিজ্য প্রক্রিয়াকরণ ব্যবস্থাকে ক্ষতিগ্রস্ত করবে।স্বাভাবিক আন্তর্জাতিক বাণিজ্যের ওপর এর প্রভাব পড়বে।শেষ পর্যন্ত যদি যুক্তরাষ্ট্রের পদক্ষেপ চীনের স্বার্থের ওপর আঘাত হানে তাহলে নিজ অধিকার ও স্বার্থ রক্ষায় ক্ষতিগ্রস্ত অন্যান্য দেশের সঙ্গে মিলে উদ্যোগ নেবে বেইজিং।যদি সব দেশ যুক্তরাষ্ট্রের দৃষ্টান্ত অনুসরণ করে তাহলে বিশ্ব বাণিজ্যের শৃঙ্খলায় নিঃসন্দেহে মারাত্মক প্রভাব পড়বে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন