আন্তর্জাতিক ডেস্কঃ প্রতিবেশী দেশগুলোর সমস্যা সমাধানে সহায়তা করাকে ইরান তার পররাষ্ট্রনীতিতে অগ্রাধিকার দিয়েছে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাহরাম কাসেমি। এক বিবৃতিতে তিনি আরও বলেন,আমরা ইরানের পক্ষ থেকে আঞ্চলিক দেশগুলোর অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের অভিযোগের নিন্দা জানাচ্ছি ও প্রত্যাখ্যান করছি। তিনি বলেন,আঞ্চলিক সঙ্কট নিরসন করে মধ্যপ্রাচ্যে নিরাপত্তা ও স্থিতিশীলতা প্রতিষ্ঠা করাই তেহরানের লক্ষ্য। সৌদি আরব ও মিসরের পক্ষ থেকে এক যৌথ বিবৃতিতে মধ্যপ্রাচ্যের দেশগুলোর অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের’ জন্য ইরানকে অভিযুক্ত করার একদিন পর এসব কথা বললেন বাহরাম কাসেমি।