News71.com
 International
 08 Mar 18, 11:22 AM
 207           
 0
 08 Mar 18, 11:22 AM

তলানিতে যাচ্ছে পাকিস্তানের আর্থিক পরিস্থিতি।।আইএমএফ

তলানিতে যাচ্ছে পাকিস্তানের আর্থিক পরিস্থিতি।।আইএমএফ

আন্তর্জাতিক ডেস্কঃ আন্তর্জাতিক অর্থ ভান্ডার (আইএমএফ) উদ্বেগ প্রকাশ করল পাকিস্তানের আর্থিক পরিস্থিতির জন্য এবং নজর দিতে বলা হয়েছে দেশের নীতির দিকে৷আইএমএফ-র ধারণা পাকিস্তানের আর্থিক ঘাটতি জিডিপি-র ৫.৫ শতাংশ যা ইসলামাবাদের হিসেব অনুসারে ধরা ৪.১ শতাংশের চেয়ে অনেকটাই বেশি৷এই ঘাটতি নিয়ে আইএমএফ ভয় পেয়েছে পাকিস্তানের তা আরও বাড়তে পারে যেখানে প্রতিদ্বন্দ্বী ভারতের ২০১৮-১৯ অর্থবর্ষে আর্থিক ঘাটতি জিডিপি-র ৩.৩ শতাংশ ধরা হয়েছে৷ আইএমএফ বোর্ডের রিপোর্ট অনুসারে আর্থিক বৃদ্ধি ধরা হচ্ছে ৫.৬ শতাংশ যেখানে ইসলামাবাদের লক্ষ্য ছিল ৬ শতাংশ৷পাশাপাশি আইএমএফ জানিয়েছে এই জন্য আর্থিক চাপ বাড়ছে এবং স্পষ্টত সঞ্চয় কমছে যা মধ্যমেয়াদে পাকিস্তানের ঋণ পরিশোধের ক্ষেত্রে ভয়ের কারণ৷এজন্য ঝুঁকির দিকটা নজর দিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে৷

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন