আন্তর্জাতিক ডেস্কঃ সমাবেশ ছিল নারী দিবস উপলক্ষে। সেই মঞ্চ থেকেই বিজেপিকে টার্গেট করলেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ত্রিপুরায় লেনিনের মূর্তি ভাঙা কাণ্ডে বিজেপির তীব্র নিন্দা করে তাঁর অভিযোগ,বিজেপি বিভেদের রাজনীতি করছে। মমতার দাবি,২০১৯ সালে বিজেপি হবে ফিনিশ। এখন তাঁর পাখির চোখ যে লোকসভা ভোট তা আরও একবার স্পষ্ট করে দিলেন তৃণমূল নেত্রী। মূর্তি ভাঙার প্রসঙ্গ তুলে তিনি বলেন,লেনিনের মূর্তি যারা ভেঙেছে তাদের নিন্দা করি। নিন্দা করি শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তি ভাঙাকেও। ৫টা মাওবাদী কী করল,তার জন্য সরকারকে কেন দোষারোপ করা হবে? জনসভায় বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষকেও নাম-না করে একহাত নেন মমতা। বলেন, বাংলার মানুষ কু কথা বলে না। বিজেপি বিভেদের রাজনীতি করছে।দার্জিলিং-এও তাই করেছিল। ত্রিপুরাতেও করেছে। যারা সাম্প্রদায়িক ভাগাভাগি করে তাদের বাংলা চায় না,তাই একটি ভোটও যেন বিজেপি না-পায়-আহ্বান জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী।