আন্তর্জাতিক ডেস্কঃ মিস বাংলাদেশ ইতালি-২০১৮ এর সিলেকশন রাউন্ড থেকে ৪ জনকে ইয়েস কার্ড দেওয়া হয়েছে। ইয়েস কার্ডপ্রাপ্তরা হলেন- সুমী, রাইনা, মারিয়া এবং লাবণ্য। মিলানো,পালেরমো সিলেকশন রাউন্ডের সফল আয়োজন শেষে ইতালির বলোনীয়া সিলেকশন রাউন্ডে মিস বাংলাদেশ টিমের বিচারক প্যানেলের রায়ে ইয়েস কার্ড পান তারা। বলোনীয়া লায়ন্স ক্লাবের আয়োজনে স্থানীয় কম্যুনে হলে জাঁকজমক এ আয়োজনে প্রবাসীরা স্বপরিবারে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বিচারকের দায়িত্ব পালন করেন মিস বাংলাদেশ ইতালির আয়োজক ইমন রহমান,আয়োজক সহযোগী সানজিদা হক শসী এবং সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও বলোনীয়া আওয়ামী লীগের সভাপতি ডায়মন্ড সিকদার। অনুষ্ঠানে প্রতিযোগীরা বিচারকদের বিভিন্ন বুদ্ধিদীপ্ত প্রশ্নের সম্মুখীন হন এবং নিজেদের উপস্থাপন করেন। আয়োজন শেষে চারজনকে ইয়েসকার্ড তুলে দেন বলোনীয়া প্রবাসীর বিশিষ্ট ব্যক্তিরা। পরে ইয়েস কার্ডপ্রাপ্তরা দর্শকদের অনুরোধে অনুষ্ঠানে বাংলাদেশের নাচ এবং গান পরিবেশন করেন।