News71.com
 International
 08 Mar 18, 05:07 AM
 127           
 0
 08 Mar 18, 05:07 AM

পেরুতে বাস দুর্ঘনায় নিহত ১০

পেরুতে বাস দুর্ঘনায় নিহত ১০

আন্তর্জাতিক ডেস্কঃ পেরুর দক্ষিণ-পূর্বাঞ্চলীয় আয়াকুচোর আন্দিয়ান এলাকায় গতকাল বুধবার একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে ১শ’ মিটার গভীর গিরিখাতে পড়ে যাওয়ায় অন্তত ১০ জন নিহত ও ২০ জনের বেশী আহত হয়েছে। দেশটির পুলিশ একথা জানিয়েছে। বাসটিতে ৫০ জনের বেশী যাত্রী ছিল। ভোরে ইন্টারোসিয়ানিক মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। মহাসড়কটি ব্রাজিলের সাথে পেরুকে সংযুক্ত করেছে।পুকুইয়োর পুলিশ কর্মকর্তা জোস রমিরেজ বলেন, এ বাস দুর্ঘটনায় আমরা এ পর্যন্ত ১০ জনের মৃত্যুর খবর পেয়েছি।আহত ২০ যাত্রীকে পুকুইয়ো ও হুয়ান্তা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন