News71.com
 International
 08 Mar 18, 09:46 AM
 131           
 0
 08 Mar 18, 09:46 AM

বৃহদাকার স্যাটেলাইট উৎক্ষেপণ করল মার্কিন যুক্তরাষ্ট্র ।।

বৃহদাকার স্যাটেলাইট উৎক্ষেপণ করল মার্কিন যুক্তরাষ্ট্র ।।

আন্তর্জাতিক ডেস্কঃ দিন যত যাচ্ছে,ততই মানুষ আষ্কিার করে চলেছে বিশ্বকে। আর তারই জের ধরে এবার মহাকাশ অভিযানের ইতিহাসে সবচেয়ে বড় স্যাটেলাইট উৎক্ষেপণ করল মহাকাশযান নির্মান মার্কিন সংস্থাটি। নতুন এই স্যাটেলাইটটির আকার বলা হয়েছে একটি বাসের সমান। স্যাটেলাইটটির জন্য ফ্যালকন ৯ উৎক্ষেপণ করেছে স্পেসএক্স। যা ছিল ফ্যালকন ৯ এর ৫০ তম উৎক্ষেপণ। জানা গেছে,৩০ডাব্লিউ-৬ নামের স্যাটেলাইটটি তৈরি করেছে স্প্যানিশ সংস্থা হিসপাস্যাট। ফ্লোরিডা’র কেপ কেনাভেরাল এয়ারফোর্স স্টেশন এর কমপ্লেক্স ৪০ থেকে এটি উৎক্ষেপণ করা হয়। সাধারণত স্যাটেলাইট কক্ষপথে পাঠানোর পর রকেটটি পুনরায় ভূমিতে ফিরিয়ে আনে স্পেসএক্স,যাতে পরবর্তীতে রকেটটি আবার ব্যবহার করা যায়। কিন্তু এবারে সে চেষ্টা করেনি ইলন মাস্কের এই সংস্থাটি।

স্পেসএক্স জানায় “প্রতিকূল আবহাওয়ার” কারণে এবার সে চেষ্টা করা হয়নি। এ ব্যাপারে মাস্ক বলেন,হিসপাস্যাট স্যাটেলাইটটি আমাদের ওড়ানো সবচেয়ে বড় জিওস্টেশনারি স্যাটেলাইট। পৃথিবীকে আবর্তন করে ঘুরতে থাকে এই ধরনের স্যাটেলাইটগুলো। পৃথিবীর চারদিকে একবার ঘুরতে একদিন সময় লাগে এই স্যাটেলাইটের। এই ধরনের স্যাটেলাইট সাধারণত টিভি বা স্যাটেলাইট নেভিগেশন ব্যবস্থার মতো যোগাযোগের কাজে ব্যবহৃত হয়। স্পেসএক্স জানায়,এই স্যাটেলাইটের মাধ্যমে স্প্যানিশ সংস্থার ইউরোপ এবং উত্তর-পশ্চিম আফ্রিকায় ব্রডব্যান্ড পরিষেবার পরিধি বাড়াতে পারবে

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন