News71.com
 International
 08 Mar 18, 09:41 AM
 142           
 0
 08 Mar 18, 09:41 AM

পাপুয়া নিউগিনিতে আবারও ভূমিকম্প,নিহত ১৮।।

পাপুয়া নিউগিনিতে আবারও ভূমিকম্প,নিহত ১৮।।

আন্তর্জাতিক ডেস্কঃ পাপুয়া নিউগিনির দক্ষিণ পার্বত্যাঞ্চলে গতকাল বুধবারের ভূমিকম্পে অন্তত ১৮ জন নিহত হয়েছেন। এদিন ঐ অঞ্জলে ৬ দশমিক ৭ মাত্রার এ ভূমিকম্প আঘাত হানে। এর আগে গত সোমবার ওই অঞ্চলে ৭ দশমিক ৫ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। এতে অন্তত ৫৫ জন নিহত হন। গতকাল বুধবারের ভূমিকম্পের ব্যাপারে হেলা প্রদেশের প্রশাসক উইলিয়াম বান্ডো বলেন,আমি ১৮ জন নিহতের খবর শুনেছি। তিনি আরও বলেন,এটা খুবই বেদনাদায়ক। গ্রামটি খুবই জনবসতিপূর্ণ ছিল। খুবই ক্ষয়ক্ষতি হয়েছে। এদিকে,দুই দফায় ভূমিকম্পে নিহতের সংখ্যা ৭৫ ছাড়িয়েছে বলে স্থানীয় সূত্র জানা গেছে। যদিও সরকারি গণনায় ৫৫ জন নিহতের কথা বলা হয়েছে। এছাড়া রেডক্রস বলছে,আমরা এ ব্যাপারে খুবই আতঙ্কিত যে,ওই এলাকায় এখনও প্রবল বর্ষণ হচ্ছে। অতিরিক্ত বর্ষণের ফলে ওই এলাকায় বন্যা এবং পানি দূষণের মতো ঘটনাও ঘটতে পারে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন