আন্তর্জাত্রিক ডেস্কঃ দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ডুবে যাওয়া মার্কিন যুদ্ধজাহাজ ইউএসএস লেক্সিংটনের সন্ধান পাওয়া গেছে। ১৯৪২ সালের ৪ থেকে ৮ মে পর্যন্ত জাপানের নৌবাহিনির সঙ্গে চলা রক্তক্ষয়ী যুদ্ধে ‘লেডি লেক্স’নামের এই রণতরীটি প্রশান্ত মহাসাগরের পশ্চিমে ডুবে যায়। অবশেষে ৭৬ বছর পর মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা পল অ্যালেনের নেতৃত্বে একটি দল জাহাজটির সন্ধান পায়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় অন্যতম শক্তিশালী এই রণতরীর খোঁজ পাওয়ার কথা নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীও। অস্ট্রেলিয়ার পূর্ব উপকূল থেকে ৮০০ কিলোমিটার দূরে প্রবাল সাগরের প্রায় তিন কিলোমিটার গভীরে পাওয়া গেলো ইউএসএস লেক্সিংটনের ধ্বংসাবশেষ। এ ব্যাপারে অ্যালনের প্রতিষ্ঠান ভালক্যান জানায়,এ রণতরীতে ৩৫টি যুদ্ধবিমান ছিল,যার মধ্যে ১১টি এখনও রয়েছে। লেক্সিংটন ডুবে গেলে এর নাবিকের দুঃসাহসিক প্রচেষ্টায় সাম্রাজ্যবাদী জাপানি নৌবাহিনির (আইজেএন) যুদ্ধজাহাজ শোকাকু ও জাইকাকুকে একেবারে অচল করে ফেলা হয়েছিল। যার ফলে যুদ্ধে জাপানিদের পরাজয় নিশ্চিত হয়। জানা যায়,যুদ্ধের সময় কয়েকটি জাপানিজ টর্পেডো ও বোমা আঘাত হানার পর মার্কিন বাহিনীই লেক্সিংটনের তলা ফুটো করে দেয়।