News71.com
 International
 07 Mar 18, 09:15 AM
 123           
 0
 07 Mar 18, 09:15 AM

সৌদি আরবের বাহা প্রদেশের গভর্নরের সাথে বাংলাদেশের রাষ্ট্রদূতের বৈঠক।

সৌদি আরবের বাহা প্রদেশের গভর্নরের সাথে বাংলাদেশের রাষ্ট্রদূতের বৈঠক।

আন্তর্জাতিক ডেস্কঃ সৌদি আরবের দক্ষিন পশ্চিমাঞ্চলীয় প্রদেশ আল বাহার গভর্নর প্রিন্স হুসাম বিন সউদ বিন আব্দুল আজিজ প্রবাসী বাংলাদেশী শ্রমিকদের জন্য সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছেন। তিনি গতকাল মঙ্গলবার বাহা প্রদেশে সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মসীহর সাথে এক বৈঠকে এ আশ্বাস দেন।গভর্নর বাংলাদেশী শ্রমিকদের দক্ষতা ও কাজের প্রতি আন্তরিকতার উচ্চকিত প্রশংসা করেন। বিভিন্ন দ্বিপাক্ষিক বিষয়েও আলোচনা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ দূতাবাসে নিযুক্ত ইকনমিক কাউন্সেলর ড. আবুল হাসান এ সময় উপস্থিত ছিলেন। বাংলাদেশের রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশ সব সময় সৌদি আরবের সাথে সম্পর্ক উন্নয়নে আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। সৌদি আরবের সাথে ব্যবসা বাণিজ্য বৃদ্ধির মাধ্যমে আগামি দিনে দুদেশের লক্ষ্য বাস্তবায়নে কাজ করছে বাংলাদেশ। রাষ্ট্রদূত গোলাম মসীহ এ সময় বাংলাদেশ থেকে চিকিৎসক, প্রকৌশলী সহ আরও দক্ষ, আধা দক্ষ শ্রমিক নিয়োগ দেয়ার অনুরোধ জানান। তিনি গভর্নরকে তার সহযোগিতার জন্য ধন্যবাদ জানান এবং আগামি দিনে বাংলাদেশী শ্রমিকদের জন্য সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন