আন্তর্জাতিক ডেস্কঃ যুক্তরাজ্য সফর শুরু করেছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান।লালগালিচা পেতে রক্ষণশীল ধারার সরকারি দল ব্রিটিশ কনজারভেটিভ পার্টি তাকে অভ্যর্থনা জানাতে প্রস্তুত।তবে মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় মোহাম্মদ বিন সালমানের জবাবদিহি নিশ্চিত করতে যুক্তরাজ্য সরকারের কাছে দাবি জানিয়েছে বিরোধী দল ও মানবাধিকার কর্মীরা।মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে প্রচারণাও চালানো হচ্ছে সফররত যুবরাজের বিরুদ্ধে। যুবরাজের সফরকালীন দুই দেশের মধ্যে বিপুল অর্থের একাধিক চুক্তি হতে পারে বলে ধারণা করা হচ্ছে।প্রধানমন্ত্রী থেরেসা মের সঙ্গে যুবরাজ সালমানের দেখা করার কথা বৃহস্পতিবারে, প্রধানমন্ত্রীর বাসভবনে।প্রতিবাদকারীরা প্রচারণা গাড়ি নিয়ে লন্ডনের রাস্তায় রাস্তায় ঘুরেছেন।প্রচারণা গাড়িতে লাগানো পোস্টারে লেখা হয়েছে, যুদ্ধাপরাধী মোহাম্মদ বিন সালমানকে যুক্তরাজ্যে স্বাগত জানানো উচিত নয়।যুক্তরাজ্যের হাজার হাজার মানুষ সালমানের সঙ্গে বৈঠক বাতিল করার জন্য প্রধানমন্ত্রী থেরেসা মের কাছে অনলাইনে আবেদন দাখিল করেছেন।তাদের বক্তব্য, প্রধানমন্ত্রী থেরেসা মে যেন সালমানের কাছে মানুষ হত্যা বন্ধের দাবি জানান।আবার সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যবহারকারীরা এমন ছবিও দিয়েছেন, যেখান দেখা যচ্ছে যুবরাজকে স্বাগত জানিয়ে প্রচারণা গাড়ি বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করছে।