News71.com
 International
 07 Mar 18, 05:46 AM
 164           
 0
 07 Mar 18, 05:46 AM

সহিংসতা ঠেকাতে সব ধরণের সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধ করল শ্রীলঙ্কা সরকার ।

সহিংসতা ঠেকাতে সব ধরণের সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধ করল শ্রীলঙ্কা সরকার ।

আন্তর্জাতিক ডেস্কঃ শ্রীলঙ্কার কান্দি শহরের পাশের দিগানা এলাকায় মুসলমানদের ওপর উগ্রপন্থি বৌদ্ধদের ব্যাপক হামলা-ভাংচুরের পর সেখানে হাজির হয় আইনশৃঙ্খলা বাহিনী।মধ্যাঞ্চলীয় কান্দি জেলায় মুসলমানদের মসজিদ, দোকানপাট ও বাড়িঘরে গত সোমবার উগ্রপন্থি বৌদ্ধদের হামলা ও ব্যাপক সহিংসতার পর গতকাল মঙ্গলবার শ্রীলংকা সরকার সারাদেশে টানা ১০ দিনের জরুরি অবস্থা জারি করে।আজ বুধবার বাড়তি সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে সরকার সামাজিক যোগাযোগ মাধ্যমও বন্ধ করে দিয়েছে শ্রীলঙ্কা সরকার। এদিকে কান্দিতে সেনাবাহিনী ও এলিট পুলিশ মোতায়েন করার পরও মুসলমানদের ওপর উগ্রপন্থি বৌদ্ধদের হামলা ও সহিংসতা থামেনি।বরং সামাজিক যোগাযোগ মাধ্যমে রীতিমতো পোস্ট দিয়ে মুসলমানদের ওপর হামলা করার আহবান জানানো হচ্ছে।এসব উস্কানিতে উগ্রপন্থি তরুণরা উৎসাহিতও হচ্ছে। কোথাও কোথাও আক্রান্ত মুসলমানরাও সংগঠিত হয়ে হামলার বদলা নিচ্ছে।মুসলিম-বৌদ্ধ সহিংসতার উস্কানি ঠেকাতে শ্রীলঙ্কার টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন (টিআরসি) ফেসুবুক, টুইটার, ভাইবার, হোয়টসআপসহ বিভিন্ন সোশাল মিডিয়া নেটওয়ার্ক আগামী তিনদিনের জন্য বন্ধ রাখবে।শ্রীলঙ্কার কেন্দ্রীয় মন্ত্রিসভার মুখপাত্র রজিতা সেনারত্নে সাংবাদিকদের জানান, সরকার এরই মধ্যে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারদের সোশ্যাল মেসেজিং নেটওয়ার্ক আগামী তিন দিনের জন্য বন্ধ রাখতে বলে দিয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন