News71.com
 International
 07 Mar 18, 02:09 AM
 156           
 0
 07 Mar 18, 02:09 AM

কলম্বিয়ায় সামরিক অভিযানে ইএলএন-এর ১০ বিদ্রোহী নিহত

কলম্বিয়ায় সামরিক অভিযানে ইএলএন-এর ১০ বিদ্রোহী নিহত

আন্তর্জাতিক ডেস্কঃ কলম্বিয়ার উত্তরপশ্চিমাঞ্চলীয় অ্যানটিকুইয়া ডিপার্টমেন্টে গতকাল মঙ্গলবার সামরিক বাহিনীর অভিযানে ন্যাশনাল লিবারেশন আর্মি (ইএলএন) গেরিলা গ্রুপের কমপক্ষে ১০ সদস্য নিহত হয়েছে। প্রতিরক্ষামন্ত্রী লুইস কার্লোস ভিলেগাস একথা জানান। কাসারেস শহরের প্রত্যন্ত এলাকায় এ অভিযান চালানো হয়। এ সময় ইএলএন-এর তিন বিদ্রোহীকে আহত অবস্থায় আটক করা হয়। কলম্বিয়ার বিমানবাহিনী এ সামরিক অভিযান ইএলএনের ওপর একটি বড় আঘাত। কেননা এ অভিযানে নিহতদের মধ্যে তাদের একজন আঞ্চলিক বিদ্রোহী কমান্ডার রয়েছেন। তিনি কাচাকো নামে বেশী পরিচিত।ভিলেগাস জানান, কাচাকোর নেতৃত্বাধীন বিদ্রোহী গ্রুপের দলাদলিকে কেন্দ্র করে গত জানুয়ারি মাসে বাজো ককা নামে পরিচিত একটি অঞ্চলের বিদ্যুতের লাইন উপড়ে ফেলা হয়। এতে বাধ্য হয়ে স্থানীয় অনেক লোক তাদের ঘরবাড়ি ছেড়ে চলে যায়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন