আন্তর্জাতিক ডেস্কঃ দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জায়ে-ইন আজ বুধবার বলেছেন, উত্তর কোরিয়ার পক্ষ থেকে যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু নিরস্ত্রিকরণ বিষয়ে আলোচনার যে প্রস্তাব দেয়া হয়েছে সে সম্পর্কে আশাবাদী হওয়ার সময় এখনো আসেনি।মুনের একটি বিশেষ প্রতিনিধি দল পিয়ংইয়ংয়ে তাদের ঐতিহাসিক সফর থেকে ফিরে উত্তর কোরীয় নেতা কিম জং উনের এই প্রস্তাবের কথা প্রকাশ করেন। এ প্রেক্ষিতেদক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট রাজনৈতিক নেতাদের বলেন, আমরা দু’দেশের মধ্যে সম্পর্ক জোরদারের প্রাথমিক পর্যায়ে রয়েছি।