News71.com
 International
 07 Mar 18, 11:45 AM
 168           
 0
 07 Mar 18, 11:45 AM

যুদ্ধ কবলিত গৌতায় ত্রাণ প্রবেশের সুযোগ দেওয়ার আহবান জানিয়েছে জাতিসংঘ।

যুদ্ধ কবলিত গৌতায় ত্রাণ প্রবেশের সুযোগ দেওয়ার আহবান জানিয়েছে জাতিসংঘ।

আন্তর্জাতিক ডেস্কঃ সিরিয়ার পূর্ব গৌতায় বিমান হামলার কারণে ত্রাণ সরবরাহ ব্যাহত হচ্ছে বলে মনে করছে জাতিসংঘ।এই পরিপ্রেক্ষিতে সিরিয়ায় আরো ত্রাণবাহী গাড়িবহর প্রবেশের সুযোগ দেওয়ার আহবান জানানো হয়েছে।গতকাল মঙ্গলবার জাতিসংঘের মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস এ আহবান জানিয়েছেন।সম্প্রতি সিরিয়ার পূর্ব গৌতায় সরকারী বাহিনীর হামলায় শিশুসহ পাঁচ শতাধিক বেসামরিক লোকের প্রাণহানি ঘটে।ওই অঞ্চলে এ কারণে মানবিক বিপর্যয় দেখা দিয়েছে। গতকাল মঙ্গলবারও পূর্ব গৌতায় বিমান হামলা ও গোলবর্ষণ অব্যাহত ছিল।তাই, নিরাপত্তাজনিত কারণে ত্রাণবাহী ৪৬টি ট্রাকের মধ্যে ৩২টি ট্রাক ত্রাণ সামগ্রী সরবরাহের পর ফিরে আসতে বাধ্য হয়। এদিকে, জাতিসংঘের এক বিবৃতিতে বলা হয়, যুদ্ধরত সকল পক্ষের প্রতি পূর্ব গৌতার দৌমায় মানবিক ত্রাণ সামগ্রী প্রবেশের সুযোগ দেওয়ার আহবান জানিয়েছেন গুতেরেস।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন