News71.com
 International
 07 Mar 18, 10:56 AM
 133           
 0
 07 Mar 18, 10:56 AM

উত্তর কোরিয়ার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের আবারও নিষেধাজ্ঞা।

উত্তর কোরিয়ার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের আবারও নিষেধাজ্ঞা।

আন্তর্জাতিক ডেস্কঃ কিম জং উনের সৎ ভাইকে হত্যায় রাসায়নিক অস্ত্র ব্যবহারের বিষয়ে আনুষ্ঠানিকভাবে তার অবস্থান স্পষ্ট করেছে যুক্তরাষ্ট্র।আর তার ধারাবাহিকতায় এবার উত্তর কোরিয়াতে জাতীয় নিরাপত্তার জন্য স্পর্শকাতর পণ্য ও প্রযুক্তি রপ্তানিতে নিষেধাজ্ঞা জারি করেছে দেশটি। ২০১৭ সালে মালয়েশিয়ায় উনের সৎ ভাইকে রাসায়নিক অস্ত্র ব্যবহার করে হত্যা করার বিষয়ে নিশ্চিত যুক্তরাষ্ট্র।তাদের ভাষ্য, পিয়ংইয়ং হত্যার জন্য ভিএক্স নামের রাসায়নিক ব্যবহার করেছিল।এই কারণ দেখিয়ে আর্মস এক্সপোর্ট কন্ট্রোল অ্যাক্ট অনুযায়ী, জাতীয় নিরাপত্তার জন্য স্পর্শকাতর, উত্তর কোরিয়ায় এমন জিনিস ও প্রযুক্তি রপ্তানি নিষিদ্ধ করেছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হিথার নরেট এক বিবৃতিতে বলেছেন, উত্তর কোরিয়া যে রাসায়নিক অস্ত্র ব্যবহার করেছে সে বিষয়ে আনুষ্ঠানিকভাবে সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র।গত ৫ মার্চ ফেডারেল রেজিস্টারে প্রকাশের মাধ্যমে এই বিষয়টি আনুষ্ঠানিক স্বীকৃতি পায়।আর তার ভিত্তিতে আসে যুক্তরাষ্ট্রের এই নিষেধাজ্ঞা।কেমিক্যাল ও বায়োলজিক্যাল উয়েপেন কন্ট্রোল অ্যান্ড ওয়্যারফেয়ার এলিমিনেশন অ্যাক্ট ১৯৯১ অনুযায়ী ‘জাতীয় নিরাপত্তার জন্য স্পর্শকাতর এমন জিনিসের রপ্তানি নিষিদ্ধ করল যুক্তরাষ্ট্র।পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন নিশ্চিত হয়েছেন, উত্তর কোরিয়া তার নাগরিকদের বিরুদ্ধে রাসায়নিক অস্ত্র ব্যবহার করেছে।উল্লেখ্য, কিম জ উনের সৎ ভাই কিম জং নামকে মালয়েশিয়ার কুয়ালালামপুরে বিমান বন্দরের ভেতর হত্যা করা হয়েছিল ২০১৭ সালের ১৩ ফেব্রুয়ারি।নামের মুখে ভি এক্স রাসায়নিক মাখিয়ে দিয়ে তাকে হত্যা করার দায়ে ইন্দোনেশিয়ার ও ভিয়েতনামের নাগরিক দুই অভিযুক্ত নারীর বিচার চলছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন