আন্তর্জাতিক ডেস্কঃ বয়স মাত্র ১৬ বছর। এই বয়সেই মা হয়েছেন ফিলিপাইনের হ্যাজেল এনকারনাসিওন। কিন্তু মাত্র ১৬ বছরে মা হওয়ার অভিজ্ঞতা জানতে চাইলে জানান,আগামী ৫ বছরে কোনও সন্তান নেওয়ার পরিকল্পনা করতে চাই না। কিন্তু না চাইলেও যে ফিলিপাইনে যে কোনও বয়সে মা হতে হয়,তা হ্যাজেলের মতো অনেক নারীকেই এমন অভিজ্ঞতার সম্মুখীন হতে হয়েছে। গর্ভপাত করানো ফিলিপাইনে আইন বিরুদ্ধ। কিন্তু নাবালিকা বয়সে মা হওয়াটা সে দেশে কোনও বিচ্ছিন্ন ঘটনা নয়। জাতিসংঘের পপুলেশন ফান্ডের রিপোর্ট অনুযায়ী,এশিয়ার মধ্যে ফিলিপাইনে কম বয়সে মা হওয়ার প্রবণতা বেশি। যদিও ফিলিপাইন সরকারের দাবি,এই প্রবণতা আগের থেকে কমেছে। সে দেশের ন্যাশনাল ডেমোগ্রাফিক এবং হেল্থ সার্ভের রিপোর্ট বলছে ২০১৭ সালে ১৫ থেকে ১৯ বছরে মা হয়েছেন ৯ শতাংশ নারী। ২০১৩ সালে এই হার ছিল ১০ শতাংশ। কিন্তু বিশ্ব স্বাস্থ্য সংস্থার রিপোর্ট বলছে বিশ্বে কম বয়সে মা হন মাত্র ৪.৭ শতাংশ মহিলা। দারিদ্র সীমার নীচে থাকা হ্যাজেল চাইছেন,প্রথম সন্তানকে তারা ভালভাবে মানুষ করতে। তবে বিশেষজ্ঞরা জানাচ্ছেন,হ্যাজেলের মতো অনেক মেয়েই সেই স্বপ্নটাই দেখেন,পরে দারিদ্রের চোরাবালিতে আটকে যায় আগামী ভবিষ্যতই।