আন্তর্জাতিক ডেস্কঃ চলমান পারমাণবিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা স্থগিত করার প্রতিশ্রুতি দিয়েছেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। আজ মঙ্গলবার দক্ষিণ কোরিয়ার পক্ষ থেকে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়েছে। দক্ষিণ কোরিয়ার ঊর্ধ্বতন কর্মকর্তারা উত্তর কোরিয়া সফরের পর দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উনের সঙ্গে আলাপের পর এ ধরনের প্রতিশ্রুতি এসেছে। তবে কিমের পক্ষ থেকে বলা হয়েছে,উত্তর কোরিয়া ক্ষেপণাস্ত্র পরীক্ষা স্থগিত রাখবে। তবে তার দেশের বিরুদ্ধে যদি সেনা নিরাপত্তা হুমকি না থাকে, কেবল সে ক্ষেত্রেই প্রতিশ্রুতি রাখবে উত্তর কোরিয়া। এছাড়া যুক্তরাষ্ট্রের সঙ্গে যে বাদানুবাদ চলছিল সেটাও আপাতত বন্ধ করার ইঙ্গিত মিলেছে। এ ধরনের ইতিবাচক মনোভাব এমন এক সময় দেখা গেল,যার কয়েক সপ্তাহ আগেই দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠিত হয়ে গেছে শীতকালীন অলিম্পিক গেমস। সেই আসরে যোগ দিয়েছিল উত্তর কোরিয়া। তার পর থেকেই মেলবন্ধন শুরু হয়েছে।