News71.com
 International
 06 Mar 18, 07:27 AM
 137           
 0
 06 Mar 18, 07:27 AM

কাশ্মিরে শান্তি ফেরাতে টিভি অনুষ্ঠানের পরিকল্পনা করছে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

কাশ্মিরে শান্তি ফেরাতে টিভি অনুষ্ঠানের পরিকল্পনা করছে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

আন্তর্জাতিক ডেস্কঃ সংঘাতপ্রবণ কাশ্মিরে গণতন্ত্র,ধর্মনিরপেক্ষতা, সাংস্কৃতিক বৈচিত্র, জাতীয় ঐক্য ও দেশপ্রেমের বাণী প্রচার করতে টিভি অনুষ্ঠান তৈরির কথা ভাবছে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। বিনোদনের অনুষ্ঠানে শিক্ষামূলক তথ্য প্রচার করে কাশ্মিরে শান্তি প্রতিষ্ঠায় ভূমিকা রাখা যাবে বলে আশা করে সরকার।এজন্য দূরদর্শন কাশ্মির টিভি চ্যানলে নাচ, গান ও কুইজের প্রতিযোগিতামূলক অনুষ্ঠানের আয়োজনের পরিকল্পনা করা হচ্ছে।কাশ্মিরের জনগণের কাছে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের তথ্য প্রচারের পাশাপাশি নিরাপত্তা বাহিনীর ভাবমূর্তি উজ্জ্বল করতে চায় সরকার।তাই বিনোদনমূলক টিভি অনুষ্ঠানের মাধ্যমেই কাশ্মিরের জনগণের কাছে অন্যান্য বিষয়ের পাশাপাশি মৌলবাদবিরোধী বার্তা পৌঁছে দেওয়ারও পরিকল্পনা করা হচ্ছে। ভারতের স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের উচ্চপদস্থ একজন কর্মকর্তা বলেছেন, এসব অনুষ্ঠানের মধ্যে থাকবে নাচ ও গানের প্রতিযোগিতামূলক অনুষ্ঠান।এমনকি দর্শকদের জন্য কউন বানেগা ক্রোড়পতির মতো একটি অনুষ্ঠানেরও পরিকল্পনা করা হচ্ছে।অনুষ্ঠানগুলো প্রাথমিকভাবে বিনোদনের জন্য হলেও এতে কাশ্মিরের দর্শকরা ভারতের বৈচিত্রময় সংস্কৃতির সঙ্গে পরিচিত হবে বলে আশা করছে মন্ত্রণালয়।অনুষ্ঠানগুলো ভারতের গণতান্ত্রিক চেতনা, জাতীয় ঐক্য, সাম্প্রদায়িক সম্প্রীতি, ধর্মনিরপেক্ষতা ও দেশপ্রেমকে উপজীব্য করে বানানো হবে।এছাড়া এসব অনুষ্ঠানে মৌলবাদের কুফলও প্রচার করা হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন