News71.com
 International
 06 Mar 18, 06:30 AM
 134           
 0
 06 Mar 18, 06:30 AM

জাতিগত সংঘাতের কারনে শ্রীলঙ্কায় ১০ দিনের জন্য জরুরি অবস্থা জারি।।

জাতিগত সংঘাতের কারনে শ্রীলঙ্কায় ১০ দিনের জন্য জরুরি অবস্থা জারি।।

আন্তর্জাতিক ডেস্কঃ শ্রীলঙ্কায় ১০ দিনের জন্য জরুরি অবস্থা জারি করা হয়েছে। আজ মঙ্গলবার মন্ত্রিসভার এক বৈঠকের পর এ ঘোষণা দেয়া হয়। মসজিদ ও মুসলমানদের ব্যবসা প্রতিষ্ঠানের উপর একের পর এক হামলার পর এ জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। কেন্ডি শহরের কিছু কিছু এলাকায় কারফিউ জারি করা হয়েছে যেখানে সংখ্যাগুরু বৌদ্ধ সিনহালারা মুসলিমদের মালিকানাধীন দোকানপাটে ভাঙচুর ও অগ্নিসংযোগ করছিলো। আগুনে পুড়ে যাওয়া একটি বাড়ির পাশে মুসলিম এক তরুণের মরদেহ উদ্ধারের পর সেখানে উত্তেজনা বৃদ্ধি পায়। মুসলিমরাও প্রতিশোধ নিতে পাল্টা হামলা চালাতে পারে এই আশঙ্কায় কর্তৃপক্ষ জরুরি অবস্থা ঘোষণা করেছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন