News71.com
 International
 06 Mar 18, 02:15 AM
 152           
 0
 06 Mar 18, 02:15 AM

ভারতের মেঘালয় রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন কনরাড সাংমা।  

ভারতের মেঘালয় রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন কনরাড সাংমা।   

আন্তর্জাতিক ডেস্কঃ বেশি আসনে জয় পেয়েও কংগ্রেস পারলো না, বরং পারলো অনেক কম আসনে জয়ী বিজেপির মিত্র দল ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি)।এ দলের নেতা কনরাড সাংমা ভারতের মেঘালয় রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন আজ মঙ্গলবার।আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় ৪০ বছর বয়সী কনরাড সাংমা শিলংয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন।তিনি কংগ্রেস নেতা মুকুল সাংমার স্থলাভিষিক্ত হলেন।

কংগ্রেসের চেয়ে কম আসন (মাত্র ১৯টি) আসন পেয়েও অন্য কয়েকটি দলের সমর্থন নিয়ে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করে বাজিমাত করলেন কনরাড সাংমা ও তার দল।অন্যদিকে বেশি আসনে (২১ আসন) জয়ী হয়েও প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা না পেয়ে, অন্য কারোর সমর্থন আদায়ে ব্যর্থ হয়ে হতাশার আগুনে পুড়লো বিদায়ী মুখ্যমন্ত্রী মুকুল সাংমার দল কংগ্রেস।শেষ মুহূর্তে অন্য দলগুলোর বিজয়ী ১৫ জন এমপির সমর্থন বাগিয়ে নেয় কনরাড সাংমার এনপিপি।এর মধ্যে ইউনাইটেড ডেমোক্রেটিক পার্টির (ইউডিপি) ৬জনের, পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (পিডিএফ)৪ জনের, এইচএসপিডিএফ-র ২ জনের, বিজেপির ২ জনের ও একজন স্বতন্ত্র এমপির সমর্থন বাগিয়ে নেয় কনরাড সাংমার দল। এ নিয়ে কনরাড সাংমার সরকার হবে ৫ দলীয় জোট সরকার।কনরাড সাংমা ছাড়াও তার মন্ত্রিসভার ১১জন সদস্যও শপথ গ্রহণ করেছেন মঙ্গলবার সকালে। শপথ গ্রহণ অনুষ্ঠানে বিজেপিপ্রধান অমিত শাহ, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং প্রমুখ প্রভাবশালী বিজেপি নেতারা উপস্থিত ছিলেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন