News71.com
 International
 06 Mar 18, 01:51 AM
 146           
 0
 06 Mar 18, 01:51 AM

অবশেষে ত্রাণ যাচ্ছে সিরিয়ার পূর্ব ঘৌটায়।

অবশেষে ত্রাণ যাচ্ছে সিরিয়ার পূর্ব ঘৌটায়।

আন্তর্জাতিক ডেস্কঃ প্রায় একমাস দীর্ঘ সঙ্কটের মধ্য দিয়ে সিরিয়ার পূর্ব ঘৌটার বেসামরিক লোকজন দিনাতিপাত করার পর সেখানে ত্রাণ পৌঁছাচ্ছে।মানবাধিকার সংগঠন সিরিয়ান অবজারভেটরি বলছে, মানবিক সহায়তার জন্য ৪৬ ট্রাক ত্রাণ সামগ্রী নিয়ে যাওয়া হচ্ছে পূর্ব ঘৌটায়।রেড ক্রসের আন্তর্জাতিক কমিটির মধ্যপ্রাচ্যের পরিচালক জানান,অবশেষে ত্রাণ নিয়ে একটি বহর পূর্ব ঘৌটার পথে রওনা হয়েছে।গতকাল সোমবার এক টুইট বার্তায় এ কথা বলেন তিনি। প্রায় সাড়ে পাঁচ হাজার ব্যাগ খাদ্য সামগ্রী রয়েছে ওই বহরে।জানা গেছে, ২৭ হাজার পাঁচশ মানুষ ত্রাণ সামগ্রী পাবেন।ত্রাণ সামগ্রীর বাইরেও চিকিৎসার জন্য প্রয়োজনীয় উপকরণ রয়েছে ওই বহরে।গত ১৮ ফেব্রুয়ারি থেকে পূর্ব ঘৌটায় সিরিয়ার সরকারি বাহিনীর অভিযানে অন্তত সাড়ে সাতশ বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।ওই এলাকায় চার লাখের বেশি মানুষের বসবাস।২০১৩ সাল থেকে ওই এলাকা বিদ্রোহীদের দখলে রয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন