আন্তর্জাতিক ডেস্কঃ ভারতীয় নিরাপত্তা বাহিনীর গুলিতে চার নিরপরাধ নিহত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে আজ মঙ্গলবার কাশ্মিরে দ্বিতীয় দিনের মতো ট্রেন চলাচল বন্ধ রয়েছে।পাশাপাশি শ্রীনগর-জম্মু হাইওয়েতে একমুখী চলাচল ব্যবস্থা জারি আছে।গত রবিবার (৪ মার্চ) রাতে সোপিয়ানের পোহন এলাকার পাশে সেনাদের টহল ভ্যান একটি গাড়িকে থামার নির্দেশ দেয়।মুহূর্তেই সেনাকর্মীদের দিকে ছুটে আসে ঝাঁকে ঝাঁকে গুলি।পাল্টা গুলিতে সেসময় এক জঙ্গি নিহত হয় বলে দাবি করে সেনাবাহিনী।গাড়ি থেকে উদ্ধার হয় একটি আগ্নেয়াস্ত্র।এরপর ঘটনাস্থলে পুলিশ এসে কিছু দূরে দাঁড়িয়ে থাকা আর একটি গাড়ি থেকে তিন তরুণের দেহ উদ্ধার করে তারা।কর্তৃপক্ষের দাবি,এই তিন ব্যক্তি হামলাকারীর সহযোগী ছিল।যদিও স্থানীয় মানুষের দাবি,তারা সাধারণ নাগরিক ছিল।কাশ্মিরে ভারতীয় সেনাবাহিনীর বিরুদ্ধে বেসামরিক নিরপরাধ মানুষকে হত্যার পর তাদের জঙ্গি প্রমাণের চেষ্টার জোরালো অভিযোগ রয়েছে।পরে আরও একটি গাড়ি থেকে এক নিরপরাধ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়।
এ ঘটনাকে কেন্দ্র করে কাশ্মির পরিস্থিতি আরও উত্তাল হয়ে ওঠে।এ অবস্থায় নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে গতকাল সোমবার থেকে ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়।আজ মঙ্গলবার রেলওয়ের এক কর্মকর্তাকে উদ্ধৃত করে ইউএনআই জানায়, আজও রেল চলাচল বন্ধ থাকবে।রেলওয়ের ওই কর্মকর্তা জানান, দক্ষিণ কাশ্মিরের শ্রীনগর-অনন্তনাগ-কাজিগুন্দ থেকে জম্মুর বানিহাল পর্যন্ত কোনও ট্রেন চলবে না।একই ভাবে মধ্যাঞ্চলীয় কাশ্মিরের শ্রীনগর-বদগ্রাম থেকে উত্তরাঞ্চলীয় বারামুল্লাহ পর্যন্ত কোনও ট্রেন চলবে না।