আন্তর্জাতিক ডেস্কঃ ব্রিটেন ও আয়ারল্যান্ডে তীব্র ঠাণ্ডায় অসহায় বাস্তুহীনদের জন্য মসজিদগুলো খুলে দেয়া হয়েছে। গত শুক্রবার থেকে ব্রিটেনের আবহাওয়া অধিদফতর সতর্কতা জারি করে। এরপর শুরু হয় প্রচণ্ড শৈত্যপ্রবাহ ও তুষারঝড়। এতে বিপাকে পড়েন বাস্তুহীন মানুষেরা। তাদের আশ্রয় দেয়ার পাশাপাশি ব্রিটেন ও আয়ারল্যান্ডের বেশকিছু মসজিদে খাবারের ব্যবস্থাও করা হয়েছে। গোসল-টয়লেটসহ নানা ব্যবস্থা করা হচ্ছে এসব সহায়-সম্বলহীন মানুষগুলোর জন্য। ম্যানচেস্টারের মাক্কি মসজিদ, লিডস গ্র্যান্ড মসজিদ,ওল্ডহাম মসজিদ, ফিনসবারি পার্ক মসজিদ, ক্যান্টাবারি মসজিদ,ডাবলিনের ক্লোনসকিগ মসজিদসহ বেশ কিছু মসজিদে আশ্রয় নিয়েছেন গৃহহীনরা। তাদের নিরাপত্তার স্বার্থে লোকবলও নিয়োগ করা হয়েছে।