আন্তর্জাতিক ডেস্কঃ এক বৌদ্ধ নাগরিককে হত্যা ও মুসলিম নাগরিকের দোকান পুড়িয়ে দেওয়ার জেরে ছড়িয়ে পড়া সহিংসতা ঠেকাতে শ্রীলঙ্কার বিখ্যাত পর্যটন নগরী কান্ডিতে কারফিউ জারি করা হয়েছে।পুলিশ বলছে, কান্ডি শহরে গত গত রোববার থেকে দাঙ্গা ছড়িয়ে পড়েছে। সেখানে বিভিন্ন স্থানে অগ্নিসংযোগের ঘটনাও ঘটেছে।এখন প্রায় সহিংসতা পুরো দেশজুড়ে ছড়িয়ে পড়ছে। শ্রীলঙ্কা পুলিশের মুখপাত্র রুয়ান গুনাসেকেরা গণমাধ্যমকে বলেন, এই এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে কারফিউ জারি করা হয়েছে।সরকারি বিবৃতিতে বলা হয়েছে, পরিস্থিতি আরো খারাপের হাত থেকে বাঁচাতে কান্ডি শহরের বিভিন্ন স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।এর আগে মুসলিম মালিকানাধীন বিভিন্ন দোকানে অগ্নি সংযোগের পাশাপাশি দেশটির পূর্বাঞ্চলে মসজিদেও হামলার ঘটনা ঘটেছে।হামলার সময় অগ্নিসংযোগের সন্দেহে ২৪ জনের বেশি ব্যক্তিকে আটক করা হয়েছে।তবে জ্যেষ্ঠ কর্মকর্তারা দাঙ্গার সময় পুলিশের ভূমিকার বিষয়টিও তদন্ত করছেন।