আন্তর্জাতিক ডেস্কঃ এ যেন বসন্তেই কালবৈশাখী।ত্রিপুরার রায়ে ক্ষমতা থেকে একেবারে মাটিতে মুখ থুবড়ে পড়ল ২৫ বছরের সর্বহারার রাজ্য সরকার।চার বারের মুখ্যমন্ত্রী মানিক সরকার জিতেছেন বটে, তবে গো হারা হেরেছে তার দল।অন্যদিকে, শূন্য থেকে একেবারে সিংহাসনে চেপে বসলেন ৪৯ বছর বয়সী বাংলাদেশি বংশোদ্ভূত ভারতীয় নাগরিক ও ত্রিপুরা বিজেপির সভাপতি বিপ্লব কুমার দেব।চলো পাল্টাই স্লোগানে শুরু করেছিলেন নির্বাচনী প্রচারণা, আর পাল্টিয়েই ছাড়লেন।ভূমিপুত্রের হাত ধরেই প্রথমবার গেরুয়া বিপ্লব দেখল ত্রিপুরা।বানরসেনার লঙ্কা জয়ের কথা যারা মানেন, তারা এটা বিশ্বাস করতে গিয়ে ঢোক গিলছেন, ত্রিপুরায় বিজেপি জোট ৪৩, আর বামেরা ১৬।এমনকি ঘূর্ণাবর্ত তৈরি হল, যার আগাম পূর্বাভাসই পেল না উত্তর-পূর্বের লালফৌজ।হারের পর এনডিটিভিকে দেয়া প্রথম সাক্ষাৎকারে বিস্ময়প্রকাশ করলেন খোদ মানিক সরকার।
ক্ষমতা খুইয়ে ত্রিপুরার চার বারের মুখ্যমন্ত্রী বলছেন, একেবারেই অপ্রত্যাশিত (এবারের ফলাফল)।আমরা এই ফলের জন্য প্রস্তুত ছিলাম না।এরপরই তাত্ত্বিক লাইনে হেঁটে, ৬৯ বছর বয়সী এই বর্ষীয়ান বাম নেতা বলেন, সম্পূর্ণ ফলাফল হাতে না পেয়ে বিচার করা ঠিক হবে না।আমরা অপেক্ষা করছি, সম্পূর্ণ তথ্য হাতে পেলেই হার নিয়ে পর্যালোচনা করব।গত শনিবার ত্রিপুরা বিধানসভা নির্বাচনের ফল ঘোষণা হওয়ার পর, সিপিএম-এর সর্বভারতীয় সম্পাদক সীতারম ইয়েচুরি অভিযোগ করেছিলেন, বিজেপি টাকার জোরে ভোট জিতেছে। ইয়েচুরি বিরোধী শিবির হিসেবে পরিচিত মানিকও হাঁটলেন সেই পথেই।হারের ময়নাতদন্তে বিজেপির কারসাজিকে দায়ী করেছেন মানিক সরকার।যদিও সব অভিযোগই উড়িয়ে দিয়েছে গেরুয়া শিবির। ঈশান-কোণে বিজয়কেতন উড়িয়ে কার্যত হুঁশিয়ারি শোনা গেল বিজেপি সভাপতির মুখে।তার কথায়, নো ওয়ান থেকে নাম্বার ওয়ান হয়েই থামবে না বিজেপি।কেরালা, কর্ণাটক, ওড়িশা আর বাংলা জিতেই থামবে এই অশ্বমেধ।একই সুরে সুর মিলিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও বলেন, এই জয় আর পাঁচটা জয়ের মত নয়।এটা ঐতিহাসিক জয়।