News71.com
 International
 05 Mar 18, 07:07 AM
 153           
 0
 05 Mar 18, 07:07 AM

তাইওয়ানের বিচ্ছিন্নতাবাদী কর্মকাণ্ড সহ্য করবো না।। চীনা প্রধানমন্ত্রী

তাইওয়ানের বিচ্ছিন্নতাবাদী কর্মকাণ্ড সহ্য করবো না।। চীনা প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্কঃ চীন তাইওয়ানকে সতর্ক করে দিয়ে বলেছে,বেইজিং কোনো রকম বিচ্ছিন্নতাবাদী তৎপরতা সহ্য করবে না।চীন যে কোনো মূল্যে তার ভূখণ্ডগত সার্বভৌমত্ব রক্ষা করবে এবং উপযুক্ত মুহূর্তে তাইওয়ানকে মূল ভূখণ্ডের অংশ করে নেবে।তাইওয়ানকে আজ সোমবার এই হুঁশিয়ারি দিয়েছেন চীনের প্রধানমন্ত্রী লি কেকিয়াং।তিনি এদিন বেইজিংয়ের গ্রেট হলে চীনের জাতীয় গণ কংগ্রেসের (চীনা পার্লামেন্টের) বার্ষিক উদ্বোধনী অধিবেশনে ভাষণ দিচ্ছিলেন। তাইপের সঙ্গে ওয়াশিংটনের সরাসরি আনুষ্ঠানিক সম্পর্ক শুরুর পক্ষে মার্কিন কংগ্রেসে একটি বিল পাস হওয়ার পর স্বভাবতই ক্ষুব্ধ চীন তাইওয়ানকে এই হুঁশিয়ারি শোনালো।বিলটিতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্বাক্ষর করলেই এটি আইনে পরিণত হবে।এ ঘটনাকে চীন তার সার্বভৌত্বের ওপর সরাসরি আঘাত হিসেবেই দেখছে।গত শুক্রবারও চীন হুমকি দিয়ে বলেছে,তাইওয়ান যদি বিদেশি শক্তির ওপর ভর করে বিচ্ছিন্নতাবাদের পথে হাঁটে তাহলে চীনের আগুনে সে জ্বলে পুড়ে খাক হয়ে যাবে।চীনা এ থেকে যুদ্ধ লেগে যেতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন