News71.com
 International
 05 Mar 18, 05:57 AM
 157           
 0
 05 Mar 18, 05:57 AM

সৌদি আরবে ট্যুরিস্ট গাইড হিসেবে কাজ করতে পারবেন স্থানীয় নারীরা।

সৌদি আরবে ট্যুরিস্ট গাইড হিসেবে কাজ করতে পারবেন স্থানীয় নারীরা।

আন্তর্জাতিক ডেস্কঃ সৌদি আরবে এখন থেকে ট্যুরিস্ট গাইড হিসেবে কাজ করতে পারবেন সে দেশের নারীরা।এক প্রশ্নের জবাবে দেশটির পর্যটন বিভাগের পরিচালক বদর আল ওবায়েদ এ কথা জানান।তিনি আরো বলেন, সৌদি নারীরা ট্যুরিস্ট গাইড হিসেবে কাজ করার জন্য লাইসেন্সও নিতে পারবেন। লাইসেন্স সংগ্রহের জন্য সৌদি পর্যটন কর্তৃপক্ষের ওয়েবসাইট থেকে তথ্য সংগ্রহের অনুরোধ করেছেন তিনি। সৌদি আরবের পর্যটন শিল্পের উন্নয়নের ব্যাপারে নানামুখী প্রকল্প হাতে নেওয়া হয়েছে।পর্যটন খাতের উন্নয়নে আট হাজারের বেশি তরুণ তরুণীকে প্রশিক্ষণ দেওয়া হবে বলেও আজ সোমবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জানান বদর আল ওবায়েদ।এমনকি পর্যটন খাতে দক্ষ কর্মী গড়ে তোলার লক্ষ্যে সৌদির চার শতাধিক নাগরিককে গত দুই বছরে বৃত্তি দিয়ে বাইরের দেশ থেকে প্রশিক্ষণ নেওয়ারও ব্যবস্থা করা হয়েছে।সৌদির ভিশন ২০৩০ বাস্তবায়নের জন্যই এসব করা হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন