News71.com
 International
 05 Mar 18, 05:44 AM
 176           
 0
 05 Mar 18, 05:44 AM

ইতালির জাতীয় নির্বাচন।।ঝুলন্ত পার্লামেন্টের সম্ভবনা

ইতালির জাতীয় নির্বাচন।।ঝুলন্ত পার্লামেন্টের সম্ভবনা

আন্তর্জাতিক ডেস্কঃ গতকাল রবিবার ইতালিতে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।আর এই নির্বাচনের পর এক বুথফেরত জরিপে ঝুলন্ত পার্লামেন্টের আভাস পাওয়া গেছে।বুথফেরত জরিপ বলছে, ডানপন্থী ও পপুলিস্ট পার্টিগুলোর পক্ষে ভোটারদের ভোট দেওয়ার সম্ভাবনা বেশী।পার্লামেন্টের নিম্নকক্ষে সাবেক প্রধানমন্ত্রী সিলভিও বেরলুসকোনির মধ্য-ডানপন্থী জোট সংখ্যাগরিষ্ঠতা পেতে যাচ্ছে।কিন্তু, পার্লামেন্টের নিম্নকক্ষে এই জোট নিরঙ্কুশ সংগরিষ্ঠতা না-ও পেতে পারে। মধ্য-ডানপন্থী জোট ২২৫ থেকে ২৬৫টি আসন পেতে পারে বলে মনে করা হচ্ছে।অন্যদিকে, ওই জরিপে ফাইভ স্টার মুভমেন্ট পার্টি দ্বিতীয় অবস্থানে রয়েছে। দলটির নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা পাওয়া দল হওয়ার সম্ভাবনা রয়েছে। ফাইভ স্টার মুভমেন্ট পার্টি ৩০ শতাংশ ভোট পেতে পারে। দলটির ১৯৫ থেকে ২৩৫টি আসন পাওয়ার সম্ভাবনা রয়েছে।

জরিপ বলছে, ক্ষমতাসীন মধ্য-বামপন্থি ডেমোক্রেটিক পার্টি ১১৫ থেকে ১৫৫টি আসন নিয়ে তৃতীয় অবস্থানে থাকতে পারে। বেকারত্ব ও অভিবাসন ইস্যুতে ব্যর্থতা ক্ষমতাসীনদের পতনের মূল কারণ বলে মনে করা হচ্ছে। এদিকে, প্রতারণার মামলায় অভিযুক্ত হওয়ার কারণে নিজে প্রধানমন্ত্রী হতে না পারলেও চালকের আসনে যে বেরলুসকোনিই থাকবেন সেটি অনেকটাই নিশ্চিত বলা যায়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন