News71.com
 International
 05 Mar 18, 01:09 AM
 154           
 0
 05 Mar 18, 01:09 AM

আরও ৩ নারীকে রাষ্ট্রদূত নিয়োগ দিচ্ছে ইরান।

আরও ৩ নারীকে রাষ্ট্রদূত নিয়োগ দিচ্ছে ইরান।

আন্তর্জাতিক ডেস্কঃ রক্ষণশীল বলে পরিচিত ইরান আরও তিন নারী রাষ্ট্রদূত নিয়োগের পরিকল্পনা করছে।এ নিয়োগের বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ প্রশাসনের কাছে একটি প্রস্তাব তুলে ধরেছেন।গতকাল রোববার ইরানের সংসদের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্র বিষয়ক কমিটির কাছে তিনি এ প্রস্তাব তুলে ধরেন।কমিটির মুখপাত্র হোসেইন নাকাভি এ কথা জানান। পররাষ্ট্রমন্ত্রী জাওয়াদ জারিফ রোববার ইরানের জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে যোগ দেন।আগেই ১৪ জন সংসদ সদস্য তার কাছে ১৬টি প্রশ্ন করেছিলেন।জাওয়াদ জারিফ বলেন,আমরা এইরমধ্যে মন্ত্রী, মুখপাত্র ও নারী রাষ্ট্রদূত নিয়োগ করেছি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন