আন্তর্জাতিক ডেস্কঃ সৌদি আরবের যুবরাজ মুহাম্মদ বিন সালমান ক্ষমতায় আরোহনের পর প্রথমবারের মতো বিদেশ সফরে মিসরে অবস্থান করছেন।মিসর সফর শেষে তিনি যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র সফর করবেন।মিসর সফরে প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসির সঙ্গে ১০ বিলিয়ন ডলারের একটি বিনিয়োগ চুক্তিতে স্বাক্ষর করেছেন সালমান।এ চুক্তির আওতায় সিনাই উপত্যকার দক্ষিণাংশে এক হাজার বর্গকিলোমিটার আয়তনের একটি মেগাসিটি উন্নয়ন করা হবে।গতকাল রোববার মিসর সফর শুরুর পর সেখানে তিনি তিন দিন অবস্থান করবেন। এরপর তিনি ৭ মার্চ যুক্তরাজ্যে এবং ৯ মার্চ যুক্তরাষ্ট্রে যাবেন।
মিসর হচ্ছে সৌদি আরবের আঞ্চলিক ঘনিষ্ঠ মিত্র।মিসরের ইখওয়ানুল মুসলিমিনের মনোনীত ও দেশটির প্রথম নির্বাচিত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসিকে ২০১৩ সালে ক্ষমতাচ্যুত করে সিসি ক্ষমতা গ্রহণ করে।সিসির ক্ষমতা গ্রহণে সৌদি আরব সর্বাত্মক সহযোগিতা করে। এরপর থেকে সৌদি আরব ও মিসরের মধ্যে সম্পর্ক আরো জোরদার হয়েছে।২০১৫ সালের ২৬ মার্চ থেকে সৌদি আরব প্রতিবেশী ইয়েমেনে যে সামরিক অভিযান চালাচ্ছে মিসর সে আগ্রাসনের গুরুত্বপূর্ণ অংশীদার।এছাড়া আরেক প্রতিবেশী কাতারের ওপর সৌদি আরব যে সর্বাত্মক অবরোধ করেছে তাতেও রিয়াদের সঙ্গে রয়েছে কায়রো।