News71.com
 International
 05 Mar 18, 10:35 AM
 140           
 0
 05 Mar 18, 10:35 AM

আফগানিস্তানে বিমান হামলায় ১৩ জঙ্গি নিহত।।

আফগানিস্তানে বিমান হামলায় ১৩ জঙ্গি নিহত।।

আন্তর্জাতিক ডেস্কঃ আফগানিস্তানের উত্তর জসজান প্রদেশে বিমান হামলা চালিয়ে ১৩ জন আইএস জঙ্গিকে হত্যা করা হয়েছে বলে স্থানীয় সংবাদপত্র খামা প্রেস সরকারি সূত্র উদ্ধৃত করে জানিয়েছে। বলা হয়েছে, আফগান সেনার ২০৯ নম্বর শাহিন কর্পস এই হামলা চালায়। তাজাকিস্তানের দিক থেকে আসা দুই জঙ্গিও নিহতদের তালিকায় রয়েছে বলে জানানো হয়েছে।দারজাব জেলার গোপন আস্তানাগুলোকে লক্ষ্য করে হামলা চালায় সেনা। মূলত আইএস জঙ্গিদের গোপন ঘাঁটি হিসেবেই পরিচিত এই দারজাব প্রদেশ।

এখনও পর্যন্ত বিমান হামলায় নিয়ে আইএসের কোনো বিবৃতি মেলেনি। এর আগের সপ্তাহে বিমান হানায় মারা যায় কমপক্ষে ৭ জন জঙ্গি। নানগারহার ও কাপিসা প্রদেশে ড্রোন হামলা চালায় সেনা।অন্যদিকে, ফেব্রুয়ারির শুরুর দিকে বিমান হামলায় মৃত্যু হয় ২৬ জন তালিবান জঙ্গির। আফগানিস্তানের দক্ষিণপূর্বে গজনি প্রদেশে এই হামলা চালানো হয়। প্রাদেশিক সরকারের মুখপাত্র মহম্মদ আরিফ নুরি জানান, বিমান হামলা চালানো হয়েছে। ২৬ জন জঙ্গিকে হত্যার ঘটনার সত্যতাও স্বীকার করা হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন