আন্তর্জাতিক ডেস্কঃ আফগানিস্তানের সেনা অভিযানে অন্তত তিন জঙ্গি নিহত হয়েছেন। গতকাল শনিবার উত্তরাঞ্চলীয় কুন্দুজ প্রদেশে এই অভিযানে আরো চারজন আহত হন। স্থানীয় এক কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন। আফগান পুলিশের মুখপাত্র গোলাম হজরত করিমি জানান,গত শুক্রবার রাতে কুন্দুজ প্রদেশের ইমাম সাহিব এলাকায় সামরিক অভিযান চালানো হয়। এতে তিন জঙ্গি নিহত হয়েছেন। এ ঘটনায় চারজন আহত হন। তিনি জানান,ওই অভিযানে তালেবান জঙ্গিদের গোপন আস্তানা গুঁড়িয়ে দেওয়া হয়েছে। এ অভিযানে নিরাপত্তাবাহিনীর কোনো সদস্য হতাহত হননি। তবে,এ বিষয়ে তালেবান জঙ্গিদের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।