আন্তর্জাতিক ডেস্কঃ বাহরাইন থেকে ইরান সমর্থিত ১১৬ সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়েছে।একইসঙ্গে বেশ কয়েকটি সন্ত্রাসী কর্মকাণ্ড নস্যাৎ করে দেওয়া হয়েছে।গতকাল শনিবার এক বিবৃতিতে এমন তথ্য জানিয়েছে বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়।সন্দেহভাজন সন্ত্রাসীরা ইরানের রেভ্যুল্যুশনারি গার্ডস কর্পস (আইআরজিসি) কর্তৃক গঠিত একটি নেটওয়ার্কের সদস্য।গ্রেফতারকৃতদের মধ্যে ৪৮ জন ইরান, ইরাক ও লেবানননে ইরানের রেভ্যুল্যুশনারি গার্ডসের ক্যাম্পে প্রশিক্ষণ নিয়েছে।গ্রেফতারকৃত সন্ত্রাসীরা বাহরাইনের কর্মকর্তা, নিরাপত্তা বাহিনীর সদস্য ও গুরুত্বপূর্ণ তেল স্থাপনাগুলোতে হামলার পরিকল্পনা করেছিল। নিরাপত্তা বাহিনীর অভিযানে সন্ত্রাসীদের গোপন আস্তানা থেকে ৪২ কেজি বিস্ফোরণ জব্দ করা হয়।বাহরাইন সরকার দীর্ঘদিন থেকেই দেশটিতে জঙ্গি তৎপরতায় পৃষ্ঠপোষকতার জন্য ইরানকে দায়ী করছে।