News71.com
 International
 04 Mar 18, 01:39 AM
 143           
 0
 04 Mar 18, 01:39 AM

ভারতের ত্রিপুরা ও নাগাল্যান্ড জয়ের পর ২০টি রাজ্যে এখন বিজেপি দখলে।  

ভারতের ত্রিপুরা ও নাগাল্যান্ড জয়ের পর ২০টি রাজ্যে এখন বিজেপি দখলে।   

আন্তর্জাতিক ডেস্কঃ ছুটেই চলেছে মোদী-শাহ জুটির অশ্বমেধের ঘোড়া৷ ত্রিপুরায় নিরঙ্কুশ জয় এবং নাগাল্যান্ডে শরিক দলের সঙ্গে ক্ষমতা ধরে রাখল বিজেপি৷মেঘালয়তেও সরকার গঠনে মরিয়া গেরুয়া শিবির৷তবে এই ফলাফলে স্পষ্ট, মোদী-শাহের আমলে বিজেপি এখন অপ্রতিরোধ্য৷মধ্য, উত্তর ও পশ্চিম ভারত জয়ের পর বিজেপির লুক ইষ্ট নীতিও সফল।উত্তর পূর্বে পদ্ম ধ্বজা উড়িয়ে মোদী-শাহ’র অশ্বমেধের ঘোড়া এবার দক্ষিণে পাড়ি দিতে চলেছে৷আগামী মে মাসে কর্ণাটকের ভোটের বাদ্যি বেজে যাওয়ার কথা৷হাতে গোনা যে কয়টি রাজ্যে কংগ্রেস ক্ষমতায় আছে তার মধ্যে একটি হল কর্ণাটক৷ এরপর বাকি পাঞ্জাব ও মিজোরাম৷ তবে টার্গেট এখন কর্ণাটক৷রাজনৈতিক মহলের মতে, মোদী-শাহ আমলে বিজেপির এখন স্বর্ণযুগ চলছে৷প্রায় গোটা দেশ গেরুয়াময়৷ বিক্ষিপ্তভাবে বিরোধীরা এদিক ওদিক টিমটিম করে জ্বলছে৷গেরুয়া ঝড়ে এমনিতেই তারা খড়কুটোর মতো উড়ে যাচ্ছে৷ যারা ক্ষমতায় আছেন তাঁরা সর্বশক্তি দিয়ে আকড়ে পড়ে রয়েছেন৷

নাগাল্যান্ড ও ত্রিপুরা জয়ের পর অমিত শাহের প্রতিক্রিয়া, এখানেই থামছি না৷ এরপর কর্ণাটক, ওডিশা, বাংলা ও কেরলে আমাদের জিততেই হবে৷অর্থাৎ অশ্বমেধ ঘোড়ার রুট বানিয়ে ফেলেছেন শাহ৷ কর্ণাটক হয়ে সেটি ছুটবে ওডিশা, বাংলা ও কেরলে৷এদিকে উত্তর পূর্বাঞ্চলের আরও দুটি রাজ্য ত্রিপুরা ও নাগাল্যান্ড জয়ের পর কুড়িটি রাজ্যে ক্ষমতায় এসে গেল বিজেপি৷ মেঘালয়ে যদি তারা সরকার গঠন করতে পারে তা হলে একুশটি রাজ্যে বিজেপি ক্ষমতায় আসবে৷ এই কৃতিত্ব ইন্দিরা গান্ধীর সময়েও কংগ্রেসেরও ছিল না৷সম্পূর্ণ ভারত জয়ের জন্য বিজেপির দরকার আর আটটি রাজ্য৷ সেগুলি হল, পাঞ্জাব, কর্ণাটক, মিজোরাম, পশ্চিমবঙ্গ, ওডিশা, তামিলনাডু, তেলেঙ্গানা, কেরল৷ এছাড়া বাকি ২০টি রাজ্যে ক্ষমতায় বিজেপি৷ আগামী বছর লোকসভা ভোট৷ তার আগে প্রতিটি নির্বাচন যেন গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে৷ রাজ্যে রাজ্যে ক্ষমতায় আসার পর স্বাভাবিক ভাবে লোকসভা ভোটে বিরোধীদের থেকে অনেকটাই এগিয়ে থাকবে বিজেপি৷

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন