আন্তর্জাতিক ডেস্কঃ ট্রাম্প প্রশাসনের বিতর্কিত সেই মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণের কার্যাদেশ পেয়েছে নিউ ইয়র্কের বিতর্কিত একটি প্রতিষ্ঠান। ট্রাম্পের নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়নে তড়িঘড়ি করে নিউ ইয়র্কভিত্তিক প্রতিষ্ঠান কোস্টাল এনভায়রনমেন্ট গ্রুপ। এ কার্যাদেশ দেওয়া হয়। তবে এরই মধ্যে বিতর্ক উঠেছে ওই প্রতিষ্ঠানটিকে ঘিরে। ইতিপূর্বে সরকারি তহবিল আত্মসাৎসহ একাধিক আর্থিক কেলেঙ্কারির অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে।
অবৈধ অভিবাসীদের অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে দেয়াল তোলার প্রথম কার্যাদেশ দেওয়া হয়েছে এসডব্লিউএফ’কে। মাত্র একজন কর্মীর এই প্রতিষ্ঠানটির নামেই গত নভেম্বরে দেয়াল নির্মাণে ১১ মিলিয়ন ডলারের কার্যাদেশ দেয় ট্রাম্প প্রশাসন।ক্যালিফোর্নিয়ার ক্যালেক্সিকোতে ৩০ ফুট উঁচু ও ৩০২ কিলোমিটার দৈর্ঘ্যের দেয়াল বানানোর কথা প্রতিষ্ঠানটির।দেয়াল নির্মাণের কাজটি পেয়েছে যুক্তরাষ্ট্রের নেব্রাস্কা অঙ্গরাজ্যভিত্তিক প্রতিষ্ঠান এসডব্লিউএফ। প্রতিষ্ঠানটিতে মাত্র একজন কর্মী রয়েছে। এটি মূলত নিউ ইয়র্কভিত্তিক প্রতিষ্ঠান কোস্টাল এনভায়রনমেন্ট গ্রুপের একটি বেনামি প্রতিষ্ঠান।কোস্টাল এনভায়রনমেন্ট গ্রুপের বিরুদ্ধে এর আগে পাওনা পরিশোধ না করার অভিযোগ আছে। ভুয়া বিল দিয়ে সরকারি তহবিল নেওয়ার মতো অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। এমন একটি প্রতিষ্ঠানের মালিকানাধীন অখ্যাত আরেকটি প্রতিষ্ঠানকে সীমান্তে ৩ দশমিক ২ কিলোমিটার দৈর্ঘ্যের দেয়াল তোলার কাজ দিয়েছে ট্রাম্প প্রশাসন।