নিউজ ডেস্কঃ রাজধানীতে এক নাইজেরিয়ান নাগরিকসহ একটি সংঘবদ্ধ প্রতারক চক্রের ২ সদস্যকে আটক করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। গ্রেফতারকৃত নাইজেরিয়ান নাগরিক হেনরী ইশিয়াকা (পাসপোর্ট নং-এ০৩৮২২৫৫৯) ও মো. ইসমাইল হোসেন (৪৮)। গত শুক্রবার রাজধানীর পূর্ব তেজতুরী বাজার এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। পিবিআইয়ের অতিরিক্ত পুলিশ সুপার মো. বশির আহমেদ জানান, হেনরী ইশিয়াকা নাইজেরিয়ান ফুলবলার হিসেবে বাংলাদেশে অবস্থান করে। এরপর ফেসবুক থেকে আইডি সংগ্রহ করে কোটি টাকার বিভিন্ন পুরস্কারের লোভনীয় অফার দিয়ে হয়াটসঅ্যাপ, ফেসবুক, ইমো, ম্যাসেঞ্জারের মাধ্যমে প্রতারণাপূর্বক বিভিন্ন ব্যক্তির কাছ থেকে মোটা অর্থ হাতিয়ে নেয় প্রতারক চক্রের মূলহোতা হেনরী ইশিয়াকা ও তার সহযোগীরা। রাজধানীর পশ্চিম রাজাবাজারের স্কুল শিক্ষিকা তাহমিনা পারভীন ও তুরাগ এলাকার বাসিন্দা নাজিয়া তাবাসসুম নামের দুই নারীর অভিযোগের ভিত্তিতে তাদের গ্রেফতার করা হয়। এ ঘটনায় তাদের বিরুদ্ধে গত শুক্রবার কাফরুল থানায় একটি মামলা হয়েছে।