News71.com
 International
 04 Mar 18, 12:32 PM
 163           
 0
 04 Mar 18, 12:32 PM

উত্তর কোরিয়ার বিরুদ্ধে যুদ্ধের শুরুতেই আমেরিকারর ১০ হাজার সেনা নিহত হবে।। পেন্টাগন

উত্তর কোরিয়ার বিরুদ্ধে যুদ্ধের শুরুতেই আমেরিকারর ১০ হাজার সেনা নিহত হবে।। পেন্টাগন

 

আন্তর্জাতিক ডেস্কঃ উত্তর কোরিয়ার বিরুদ্ধে যুদ্ধ শুরু হলে প্রথম দিনেই আমেরিকার ১০ হাজার সেনা নিহত কিংবা আহত হবে। এমনটাই আশঙ্কার কথা প্রকাশ করল মার্কিন প্রতিরক্ষা সদর দফতর পেন্টাগন।পেন্টাগনের আধিকারিকদের মতে, ইরাক ও আফগান যুদ্ধে যেখানে নিহত হয়েছে সাত হাজার মার্কিন সেনা সেখানে কোরিয় যুদ্ধে প্রথম দিনেই এই সংখ্যা ছাড়িয়ে যাবে বলে আশংকা করা হল।উত্তর কোরিয়ার সঙ্গে সম্ভাব্য যুদ্ধের বিষয়ে গত বৃহস্পতিবার হাওয়াই দ্বীপে নিজেদের উদ্বেগ জানাতে গোপন বৈঠকে মিলিত হয়েছিলেন আমেরিকার শীর্ষ পর্যায়ের সেনা আধিকারিকরা। তারাই ওই বৈঠকে এসব কথা বলেছেন।বৈঠকে সম্ভাব্য যুদ্ধে কী কী ঘটতে পারে তা নিয়ে মার্কিন সেনা কর্মকর্তারা বিস্তারিত আলোচনা করেন।বৈঠকের নেতৃত্বে ছিলেন মার্কিন সেনাবাহিনীর চিফ অব স্টাফ জেনারেল মার্ক মিলি এবং মার্কিন স্পেশাল অপারেশনের কমান্ডার জেনারেল রেমন্ড থমাস।

তাদের মতে, উত্তর কোরিয়ার সঙ্গে সম্ভাব্য যুদ্ধের প্রথম দিনেই ভয়াবহ বিপর্যয় ঘটে যাবে।বৈঠকে জেনারেল মিলি বলেন, যুদ্ধে মার্কিন সেনা সদস্য হতাহত হওয়ার পাশাপাশি ব্যাপকসংখ্যক সাধারণ নাগরিক মৃত্যুর মুখে পড়বে। তিনি বলেন, বর্বরতা এমন পর্যায়ে যাবে যা জীবিত সেনাদের অভিজ্ঞতার সীমার বাইরে।পরমাণু ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে যখন আমেরিকার সঙ্গে উত্তর কোরিয়ার চরম উত্তেজনা চলছে তখন এই উদ্বেগ প্রকাশ করলেন মার্কিন সেনা আধিকারিকরা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন