News71.com
 International
 04 Mar 18, 12:29 PM
 137           
 0
 04 Mar 18, 12:29 PM

ত্রিপুরায় বিজেপিকে ঠেকাতে রাহুল কে জোটের প্রস্তাব দিয়েছিলাম ।। মমতা বন্দ্যোপাধ্যায়

ত্রিপুরায় বিজেপিকে ঠেকাতে রাহুল কে জোটের প্রস্তাব দিয়েছিলাম ।। মমতা বন্দ্যোপাধ্যায়

 

আন্তর্জাতিক ডেস্কঃ বিজেপিকে ঠেকাতে রাহুলকে জোটের প্রস্তাব দিয়েছিলাম।নবান্নে ত্রিপুরা ফল নিয়ে এমনটাই মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।তিনি বলেন, রাহুলকে বলে ছিলাম আমাদের সঙ্গে থাকুন। একসঙ্গে লড়াই করি।এমনকি, আসন নিয়েও রফা করতে চেয়েছিলাম। কিন্তু রাহুল সেই প্রস্তাব মানেনি। আর তাই বিজেপি অক্সিজেন পেয়ে গেল।ত্রিপুরার ফলাফল নিয়ে এমনই আক্ষেপ মমতার।অন্যদিকে, বিজেপির বিরুদ্ধেও তোপ দেগেছেন তৃণমূল নেত্রী। তাঁর দাবি, নির্বাচনে নাকি কোটি কোটি টাকা ঢালা হয়েছে। শুধু তাই নয়, ইভিএমেও কারচুপি করা হয়েছে। দেশের বাহিনীকেও ভোটের কাজে লাগানো হয়েছে বলে তোপ মমতার।


তাঁর প্রশ্ন, এত সব হওয়ার পরেও ওই রাজ্যে সিপিএম নেতারা কেন প্রতিবাদ করলেন না।বিজেপির কাছে নাকি আত্মসমর্পণ করেছে সিপিএম, দাবি মমতার।তাই ত্রিপুরাবাসীকে বিজেপির হাত থেকে বাঁচাতে আগামিদিনে সেখানে তৃণমূল নতুন করে শুরু করবে বলে কার্যত বিজেপির উদ্দেশ্যে হুঁশিয়ারি ছুঁড়ে দিলেন তৃণমূল নেত্রী।ত্রিপুরার জয় নিয়ে যারা বাংলাতেও বিজেপির জয় নিয়ে আশাবাদী তাঁদের আশা কখনই পূরণ হবে না বলে মত মমতার। শুধু তাই নয়, আগামীদিনে কর্নাটক, রাজস্থান এবং মধ্যপ্রদেশেও বিজেপি জীতবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন