News71.com
 International
 03 Mar 18, 06:20 AM
 177           
 0
 03 Mar 18, 06:20 AM

ত্রিপুরার পরবর্তী মুখ্যমন্ত্রী হচ্ছেন বিপ্লব কুমার দেব।

ত্রিপুরার পরবর্তী মুখ্যমন্ত্রী হচ্ছেন বিপ্লব কুমার দেব।

আন্তর্জাতিক ডেস্কঃ বিপ্লব কুমার দেব নাকি সুদীপ রায়বর্মণ৷কে হবেন পরবর্তী মুখ্যমন্ত্রী? ৫৯ এর মধ্যে ৪১টি আসন ছিনিয়ে নেওয়া বিজেপির অন্দরে জল্পনা তুঙ্গে৷তবে দলীয় সূত্রের খবর সুদীপ নয়, মুখ্যমন্ত্রী হতে চলেছেন ঘরের ছেলে বিপ্লব-ই৷দলের নির্ভরযোগ্য সূত্রের খবর,বিপ্লববাবু শুধু দলের রাজ্য সভাপতি-ই নন, তিনি দীর্ঘদিন রাষ্ট্রীয় স্বয়ং সেবা সংঘের সদস্য৷অতীতে যুক্ত ছিলেন বিদ্যার্থী পরিষদের সঙ্গে৷দীর্ঘদিনের গেরুয়া সংগঠক৷ আগরতলার শীর্ষ এক বিজেপি নেতার কথায়,সুদীপবাবুর জনপ্রিয়তা হয়তো অনেক বেশি৷কিন্তু দলের অন্দরে আমরা তো মর্যাদা দেবো ঘরের ছেলেকেই৷তাই বিপ্লববাবুর মুখ্যমন্ত্রী হওয়ার সম্ভবনা প্রবল।

বিপ্লববাবুকেই মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছিল৷কিন্তু জনপ্রিয়তার নিরিখে মুকুলবাবুর হাত ধরে তৃণমূল থেকে বিজেপিতে আসা সুদীপ রায়বর্মণও মুখ্যমন্ত্রী পদের অন্যতম দাবিদার হয়ে উঠেছেন৷ফলে ফল বেরতোই দু’জনের মধ্যে শুরু হয়েছে দড়ি টানাটানি৷ সুদীপবাবুকে মুখ্যমন্ত্রী করতে ইতিমধ্যেই উঠে পড়ে লেগেছেন বঙ্গের হাই প্রোফাইল বিজেপি নেতা মুকুল রায়৷তবে দলের একটি সূত্রের খবর বিপ্লববাবুকেই মুখ্যমন্ত্রী করা হবে৷অন্যদিকে উপ মুখ্যমন্ত্রী করা হবে মুকুল রায়ের হাত ধরে তৃণমূল থেকে বিজেপিতে আসা সুদীপ রায়বর্মণকে৷তবে যেভাবে শূন্য থেকে শিখরে পৌঁছেছে, তাতে ত্রিপুরা এখ শুধুই গেরুয়াময়৷

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন